বিদ্যুৎমন্ত্রীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের সাংসদ ও সমর্থকদের বিরুদ্ধে, ব্যাখ্যা চাইলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে হেনস্থা করার অভিযোগ উঠলো সংসদ মালা রায় ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোডের কাছে খোলা জায়গায় চলচ্চিত্র প্রদর্শনের সময় লাইট চালু ও বন্ধ করা নিয়ে স্থানীয় সাংসদ মালা রায়ের সহযোগীদের সঙ্গে প্রাক্তন বিদ্যুত্মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সমর্থকদের বচসা হয়। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনৈতিক অন্দরে।

pjimage 1

এই প্রসঙ্গে বলতে গিয়ে  বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কর্মসূচিকে আরও প্রভাবিত করতে প্রতাপাদিত্য রোডে খোলা রাস্তায় একটি চলচ্চিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রসেনজি চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত প্রাক্তন সিনেমাটি দেখানো হওয়ার কথা ছিল সেখানে। সিনেমাটি যাতে পথচলতি মানুষ এবং সকলে ভাল করে দেখতে পায় তার জন্য সেই এলাকার স্ট্রিট লাইট গুলিকে চালু ও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগ সিনেমা চলার সময় এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ মালা রায়ের সমস্ত সহযোগীরা এবং আলো আবারও চালু রাখার দাবি জানায় তারা। আলো বন্ধ থাকার কারণে স্থানীয়দের পথ চলতে অসুবিধা হচ্ছে এমনই অভিযোগ তোলে তারা এর পর ঘটনাকে কেন্দ্র করে মালা রায়ের সমর্থকদের মধ্যে শোভন দেব চট্টোপাধ্যায়ের সমর্থকদের বাক বিতণ্ডা শুরু হয়।

এবং বচসার জেরে বন্ধ করে দেওয়া হয় প্রাক্তন সিনেমাটি। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। শোভনদেব চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, ভালোভাবেই সিনেমা প্রদর্শনের জন্য নাগরিক সংস্থার তরফে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়েছিল, তার পরেই রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে ওই ওপেনিং শোয়ের আয়োজন করা হয়। কিন্তু তার পরেও এই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ায় ঘটনার নিন্দা জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

যদিও নিজেদের সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সাংসদ মালা রায়। তিনি জানিয়েছেন যেখানে অনুষ্ঠান চলছিল সেখানে আলো বন্ধ থাকার কারণে মানুষের অসুবিধা হচ্ছিল তাই আলো জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল।

সম্পর্কিত খবর