বাংলা হান্ট ডেস্ক : স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে বলেন ‘কাশ্মীর ও লাদাখবাসীর স্বপ্নপূরণ করা আমাদের কর্তব্য।’তিনি এদিন কটাক্ষ করে আরো বলেন,’এই আইন ৭০বছর সন্ত্রাসবাদ ও দুর্নীতিকে সমর্থন করেছে।যারা ৩৭০ এর ওকালতি করছেন তাদের দেশ জিজ্ঞাসা করছে যদি এতই গুরুত্বপূর্ণ হত,তাহলে এত সরকার তৈরী করার পরেও আপনার এটাকে স্থায়ী কেন করেননি? আমার কাছে দেশের ভবিষ্যৎই সব, রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নেই।’
তাঁর এক অভিনব বার্তা ‘দেশকে গরিবমুক্ত করতেই হবে’ প্রধানমন্ত্রী আরও এক বড়ো ঘোষণা করলেন এদিন। মোদী জানালেন ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের প্রকৃতপক্ষে গরিবি থেকে মুক্ত হতেই হবে।’ স্বাধীনতা দিবসের শুভ সূচনায় প্রধানমন্ত্রী নিজ ভাষণে আরও জানালেন,’ স্বাধীনতার ৭০বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব সরকার কিছু না কিছু কাজ করেছে।গরিবি মুক্তির কাজে গত ৫ বছরে অনেকটাই সাফল্য পাওয়া গিয়েছে। কঠিন পরিস্থিতিতে লড়ার ক্ষমতা গরিব ভাই-বোনের রয়েছে। গরিবদের আত্মসম্মানকে সম্মান করতে হবে।’প্রধানমন্ত্রীর এই অভিনব আদর্শ চিন্তাভাবনা সত্যিই এক উদ্ভাবনী শক্তি আনে দেশের মানুষদের মধ্যে।