বাংলা হান্ট ডেস্ক : ভারতকে যেকোনো মূল্যে একপ্রকার শেষ করে দিতে পারলেই যেন বেঁচে যায় পাকিস্তান। তাই বার বার সীমান্ত দিয়ে জঙ্গী অনুপ্রবেশ করিয়ে নাশকতা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। উপত্যকায় অশান্তি ছড়াতে এই একমাসে অনেক বার জঙ্গী অনুপ্রেবেশের চেষ্টায় ততপর হয়েছিল পাকিস্তান। কিন্তু সবটাই ব্যর্থ হয়েছে। এবার আবারও সীমান্ত দিয়ে ভারতে জঙ্গী প্রবেশ করিয়ে হামলার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেন জওয়ানদের চেষ্টায় বানচাল হল।
আবারও সীমান্ত দিয়ে পাঁচ ছয় জন জঙ্গী কুপওয়ারা এলাকায় প্রবেশ করে সেনার আউটপোস্টে গুলি চালানোর চেষ্টা করেছিল। কিন্তু পাল্টা ভারতীয় সেনাদের গুলিতে প্রাণ নিয়ে ছুটে পালাতে বাধ্য হয় তারা। যদিও যেতে যেতে জঙ্গলের মধ্য দিয়েও গুলি চালিয়েছে। কিন্তুপ পাকিস্তান সেনাদের প্রাণভয়ে পালানোর ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। তা ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
Indian Army detected Pakistani terrorists near LoC in Kashmir’s Kupwara sector on 30 Jul.Indian troops started firing at them as soon as terrorists were detected&forced them to return to their territory.They were attempting to infiltrate&carry out attacks on Indian positions. pic.twitter.com/WlKT9VF6Cd
— ANI (@ANI) September 27, 2019
তবে এবারের মতো পালালেও আবারও উত্সবের মরশুমে ভারতে অস্ত্র নিয়ে জঙ্গীদের প্রবেশ করিয়ে দেবে পাকিস্তান এমনটাই আশা করছেন গোয়েন্দারা।31 টি জায়গা দিয়ে তাঁদের ঢোকানের চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পাক সেনা ও জামাত উল হাদিসের কয়েক হাজার প্রশিক্ষিত যুবক অক্টোবরের মধ্যে ভারতে প্রবেশ করে হামলা চালাতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের।
তবে এই প্রথমবার নয় এর আগেও কয়েকজন জঙ্গীতে কাশ্নীরে প্রবেশ করিয়ে অশান্তি ছড়াতে চেয়েছে পাকিস্তান। বিশেষ করে 370 ধারা খারিজ হয়ে যাওয়ার পর ভারতকে বদলা নিতে চাইছে ইমরান খান সরকার। অন্যদিকে আবারও সক্রিয় হওয়া জইশ সংগঠনের জঙ্গীদেরও ভারতের হামলার ছক ধরে ফেলেছে ভারতীয় গোয়েন্দারা। আইএসআই ও পাক সেনাদের প্রশিক্ষিত এই জঙ্গীরাও হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সীমান্তে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।