কোনও যুক্তিই ধোপে টিকল না, শেষমেশ আইএনএক্স মিডিয়ার আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে হয়েছিল দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে (p chidambaram)৷ এবার বৃহস্পতিবার সিবিআইয়ের তরফ থেকে চিদম্বরমকে নিজেদের হেফাজতে না রাখার কথা ঘোষণা হতেই এই রায় দেয় দিল্লি আদালত৷ আপাতত দিল্লির তিহার জেলে যেতে হল দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে৷ 14 দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির আদালতের তরফ থেকে৷ 19 সেপ্টেম্বর তারিখে পরবর্তী শুনানি হওয়ার পর ভবিষ্যত্ নির্ধারণ হবে পি চিদম্বরমের৷
অন্য দিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ এর পর চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বলের তরফ থেকে জানানো হয় তাঁর মক্কেল তিহার জেলে যেতে চান না প্রয়োজন হলে ইডির হেফাজতে থাকতে পারেন৷ কিন্তু যদি তাঁকে জেলে পাঠানো না হয় সেক্ষেত্রে প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে আর এই আশঙ্কা থেকেই সিবিআইয়ের তরফ থেকে আইনজীবীরা পি চিদাম্বরমের জেল হেফাজত দাবি করে৷ তিহার জেলের সাত নম্বর জেরে আপাতত ঠাঁই হয়েছে পি চিদম্বরমের৷
তাঁর খাওয়া দাওয়া থেকে থাকার পরিষেবাও বাড়ির মতোই সমস্ত আসবাবপত্র, আলাদা ঘর টয়লেট ওষুধপত্র এসবের দাবি জানিয়েছেন কপিল সিব্বল ৷ 2007 সালে আইএনএক্স মিডিয়াকে কয়েক শ কোটি টাকা বিদেশি লগ্নি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে পি চিদম্বরমের বিরুদ্ধে৷ এই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই৷ বেশ কয়েক দিন আগে দিল্লি আদালতের তরফ থেকে তাঁর গ্রেফতারির স্থগিতাদেশ তুলে নেওয়ার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন পি চিদম্বরম যদিও তার পরেই সিবিআই তাঁকে গ্রেফতার করে৷