ট্রেনযাত্রীদের জন্য খুশির খবর! জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজো কালীপুজোর মতো এখন জগদ্ধাত্রী পুজোয় বাঙালির শ্রেষ্ঠ উতসবের তালিকায় যুক্ত হয়েছে৷ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শকদের ঢল নামে৷ 1 নভেম্বর তারিখ অর্থাত্ পঞ্চমীর দিন থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে তা ই দূর দুরান্তের ট্রেন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল৷KolkataLocalTrain

পূর্ব রেলের তরফে মানুষের ভিড়ের কথা মাথায় রেখে 2-7 নভেম্বর পর্যন্ত সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে পূর্ব রেল৷ ইতিমধ্যেই, চন্দননগরে দর্শকদের ভিড়ের ঢল নেমেছে, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন৷ বিশেষ করে জগদ্ধাত্রী পুজোয় রাতে ভিড় বাড়ে তাই রাতেই ট্রেন না থাকার কারণে বাড়ি ফিরতে সমস্যায় পড়েন দর্শকরা৷

তাই এবার যাতে সাধারণ মানুষ ঠাকুর দেখে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন তার জন্য বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল৷ হাওড়া থেকে ব্যান্ডেল ও বর্ধমান লাইনে ট্রেন চালানো হবে৷ তবে এই বিশেষ 8 জোড়া ট্রেনের জন্য হাওড়া থেকে মশাগ্রাম লোকাল ট্রেন বাতিল করা হয়েছে৷ যদিও বিশেষ সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ৷

তবে এখন আট জোড়া ট্রেন চালানো হলেও জগদ্ধাত্রী পুজো বিসর্জনের জন্য আরও এক জোড়া ট্রেন যোগ করা হবে৷ পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগে যথেষ্টই খুশির খবর দর্শকদের মধ্যে৷

সম্পর্কিত খবর