বাংলা হান্ট ডেস্ক : একে একে দুই বড় বড় রাজ্য হাতছাড়া হয়েছে। হরিয়ানা তারপর মহারাষ্ট্র। একেবারেই ধরাশয়ী অবস্থা হয়েছে বিজেপির। মহারাষ্ট্রে যদিও সরকার গঠন করেছিল কিন্তু শেষ হয়েও হইল না শেষ। তাই তো এবার পালা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে। তবে মহারাষ্ট্র হরিয়ানার পর এ বার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি বড়সড় ধাক্কা খেতে চলেছে, এমনই বড় ধাক্কা যে সামলে ওঠাই মুশকিল ঠিক এমনটাই বলছে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা।
যদিও এক সময় গেরুয়া ঝড় উঠেছিল কিন্তু তা যে মাত্র কয়েক বছরের মধ্যেই স্থিমিত হয়ে যাবে ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে একেবারে কোমর বেঁধে অমিত শাহ থেকে শুরু করে মোদী ভোট প্রচারে নেমেছিলেন কিন্তু তাতে কী? অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে এ বছর বিজেপির হাল কিছুটা হলেও খারাপ।
অন্য দিকে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে এই কথা, তারা ইঙ্গিত দিয়েছে কংগ্রেস জেএমএম জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবার ঝাড়খণ্ডে বিধানসভা আসন দখল করতে পারে। একই সঙ্গে ওই সমীক্ষা থেকে জানানো হয়েছে 22-32 আসন পেতে পারে বিজেপি অর্থাত্ বিজেপির অবস্থা কিছুটা হলেও নাস্তানাবুদ ম্যাজিক ফিগার থেকে অনেকটাই দূরে থাকবে।
পাশাপাশি ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস জোট সর্বোচ্চ পঞ্চাশটি আসন পেতে পারে, তাই ঝাড়খণ্ডে বড় শক্তি প্রদর্শন করতে পারে কংগ্রেস, যদিও অন্যান্য দলের মধ্যে এ জে এস ইউ 5 সর্বোচ্চ আসন পেতে পারে বলে মনে করছে এবং অন্যান্যরা 4-7 টি আসন পেতে পারে কিন্তু এ বিজেপি খুবই আত্মবিশ্বাস দেখেছে বরাবর সেই বিজেপি অনেকটাই ধাক্কা খাবে।
57 টি আসন জিতে গত বছর বিধানসভা দখল করেছিল বিজেপি কিন্তু সেই তুলনায় এ বছর অনেকটাই আসন কমবে। তাই যদি ঝাড়খণ্ড বিধানসভা আসনটি বিজেপির হাতছাড়া হয়ে যায় সে ক্ষেত্রে মহারাষ্ট্র হরিয়ানার পর বৃহত্তম রাজ্য হিসেবে ঝাড়খণ্ড বিজেপি বিমুখ হবে। যদিও সমীক্ষা যাই বলুক না কেন শেষ হাসি কে হাসবে? তা দেখা কয়েক দিনের অপেক্ষা।