বাংলা হান্ট ডেস্ক : ঝুলন উৎসব আর সেই উপলক্ষে শুক্রবার ‘হরিয়ালি তিজ’-এর আগের রাতে বৃন্দাবনের শ্রী রাধা রমন মন্দিরে রাধার সাজে ধরা দিলেন ড্রিমগার্ল।ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলী পরিবেশন করে মুগ্ধ করলেন হেমা মালিনী।
প্রসঙ্গত লাল লেহেঙ্গা, মাথায় টিকলি, গলায় হার, কোমরবন্ধে ফের আবার প্রমাণ করলেন তিনি সত্যিই ড্রিমগার্ল।সত্তরেও তিনি যেন চিরযৌবনা। ‘হরিয়ালি তিজ’ উপলক্ষে বৃন্দাবনের শ্রী রাধা রমন মন্দিরে বসেছিল নাচগানের আসর।৩ অগস্ট পালিত হয় হরিয়ালি তিজ বা হরতালিকা তিজ। বর্ষায় সবুজ প্রকৃতির প্রতীক এই উৎসব। শিবের সঙ্গে পার্বতীর পুনর্মিলন উপলক্ষে পালন করা হয় হরিয়ালি তিজ।
কথিত আছে, শিবকে পাবার জন্য কঠোর তপস্যায় বসেছিলেন পার্বতী। অবশেষে তাঁর ১০৮ তম পুনর্জন্মে পার্বতীকে নিজের সঙ্গী হিসাবে গ্রহণ করেন মহাদেব।মহিলারা হরিয়ালি তিজে নির্জলা উপোস করেন। সারাদিন নির্জলা অবস্থায় থেকে পরের দিন উপোস ভাঙেন।