বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। পরীক্ষা ছাড়াই চাকরির সুবর্ণ সুযোগ এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) পক্ষ থেকে। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে ছিলেন তাদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা ছাড়াই মোটা বেতনের চাকরির সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
এই চাকরি (Job) পেতে গেলে কী কী অভিজ্ঞতার প্রয়োজন? যোগ্যতা কী থাকতে হবে? কারা আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কী? এসব কিছু আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। ইয়ুথ ফর ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে এসবিআই ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে। স্টেট ব্যাংক গত ১৩ বছর ধরে এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছে।
আরোও পড়ুন : দুঃসংবাদ! আচমকাই বেড়ে গেল ঘুরতে যাওয়ার খরচ! ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের
দেশের বহু গ্রামের বাসিন্দারা অনেক ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছেন। তাদের উন্নয়নের লক্ষ্যেই এই ধরনের প্রোগ্রাম। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইন্টার্নশিপ চলবে ১৩ মাস। যেসব প্রার্থীদের এখানে বাছাই করা হবে তাদের প্রতি মাসে ১৫০০০ টাকা ভাতা ও ১০০০ টাকা যাতায়াত খরচ দেওয়া হবে। এছাড়াও বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।
পাশাপাশি থাকছে একটি সার্টিফিকেট ও এককালীন ৭০ হাজার টাকা। ২১ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারেন। যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদনের যোগ্য। ইচ্ছুক প্রার্থীদের যাবতীয় তথ্য পাঠাতে হবে নির্দিষ্ট ইমেইল আইডিতে। তারপর তাদের ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে। আবেদনের শেষ তারিখের ব্যাপারে বিশেষ কোনো উল্লেখ নেই।