বাংলা হান্ট ডেস্ক : দেশের অন্যতম মন্দির ও স্থাপত্যের নিদর্শন হিসেবে মামল্লপুরম এক আলাদা ঐতিহ্য বহন করে চলেছে তাই মূল্য পরমের পল্লব বংশের মন্দির ও স্থাপত্যের নিদর্শন দেখতে গোটা বছরই সেখানে পর্যটকদের ভিড় থাকে৷ কিন্তু 11-12 অক্টোবর অর্থাত্ শুক্র এবং শনিবার মামল্লপুরম শহর কার্যত পর্যটকদের জন্য বন্ধ থাকতে চলেছে কারণ জিন পিংয়ের ভারত সফর৷ আর ওই দুই দিন ঘরোয়া আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট জিংপিং৷ যদিও বৈঠকের আগেই কাশ্মীর নিয়ে ভারত ও চিনের মধ্যে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷
মঙ্গলবার চীনের তরফ থেকে ইমরান খানকে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু বেজিং সফরে থাকা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর জিনপিং পাকিস্তানের সমস্ত প্রধান বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে কাশ্মীর সমস্যা সমাধান করা যেতে পারে বলে তিনি বিবৃতি দিয়েছেন৷ আর এতেই কার্যত ক্ষোভে ফুঁসছে সাউথ ব্লক৷ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবি কুমার কাশ্মীর ইস্যু সম্পূর্ণ আভ্যন্তরীন বিষয় বলে উল্লেখ করে তাতে অন্য কোনও দেশের মাথা গলানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দেন
পাশাপাশি চীন ভারতের কাশ্মীর সম্পর্কে পুরো বিষয়টি ভালো করেই জানেন বলে জানান রবিশ কুমার৷ একই সঙ্গে কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের নিজস্ব আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে জানান তিনি৷ তাই মোদী ও শি বৈঠকের কাশ্মীর আলোচনা যেমন থাকবে কিন্তু কাশ্মীরের আলোচনা করতে গিয়ে মামল্লপুরম ইস্যু যাতে ঢেকে না যায় তা নিশ্চিত করার চেষ্টা দু তরফের থাকবে বলে দাবি বিদেশ মন্ত্রকের৷ তাই মামল্লপুরম সংলাপের মধ্যেই লাদাখকে যেমন কেন্দ্র শাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হবে তেমনই অবর প্রকল্প নিয়ে খোলাখুলি কথা বলতে প্রস্তুত ভারত৷
একই সঙ্গে এই প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় তার জন্য চিনফিংয়ের ওপর চাপ বাড়াতে তৈরি মোদী সরকার এমনটাও সূত্রের খবর৷ যদিও দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়েই এবং সহযোগিতা বাড়ানোর দিকে এগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন উই দং৷