ডেয়ারি, মাংসের মতো এবার খুলবে মদের দোকান! আয় বাড়াতে ব্যাপক উদ্যোগ রাজ্যের

বাংলাহান্ট ডেস্ক : যেকোনো ব্যবসার বিশেষ কিছু স্ট্র্যাটেজি থাকে। তার মধ্যে অন্যতম হলো চাহিদা। চাহিদা অনুসারে যে কোন ব্যবসা শুরু বা বন্ধ করা হয়। বর্তমান সময়ে বাজারে ডেয়ারির দুধ , হরিণঘাটার মাংসর মতোই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মদের চাহিদা। আর সেই চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছে রাজ্য। তাই রাজ্য সরকার এনেছে নয়া উদ্যোগ।

রাজ্য সরকার এবার মদের যোগান দিতে জেলায় জেলায় তৈরি করবে ফ্রাঞ্চাইসি এবং শুধু তাই নয় এটি মধ্যেই তার জন্য উত্তরবঙ্গের তিনটি জেলাকে বেছেও নিয়েছে রাজ্য সরকার। এইসব ফ্রাঞ্চাইসি গুলোতে পাওয়া যাবে দেশে তৈরি বিভিন্ন বিদেশি মদের লিকার ও দেশীয় মদ। বিশেষজ্ঞরা মনে করছেন যে রাজ্য সরকার তার কোষাগার পূর্ণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

সুরা বিক্রির ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য ছাড়পত্র পাওয়া যাচ্ছে নবান্ন থেকে নির্দিষ্ট অংকের অর্থের বিনিময়ে। পঞ্চায়েত এলাকায় ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য দিতে হবে এক লক্ষ টাকা, পুরসভা অঞ্চলের জন্য ১.৫০ লক্ষ টাকা ও পৌরনিগম অঞ্চলের জন্য ৪ লক্ষ টাকা। রাজ্যের আবগারি দফতরকে সেই টাকা এককালীনভাবে দিতে হবে এবং এইটি ছাড়াও প্রতিবছর ফ্র্যাঞ্চাইজির ফি বাবদ দিতে হবে আরো কিছু অর্থ।

liquor web

তবে এই সবগুলি থেকে বিক্রীত মদের লভ্যাংশ সরকার কতটা নেবে তা এখনো জানা যায়নি। এটি নির্ধারণের জন্য টেন্ডার বসবে বলে জানা গেছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটি উত্তরের জেলাকে বেছে নিয়েছে রাজ্য সরকার এবং সেখানের ফ্র্যাঞ্চাইজি গুলির নাম দেওয়া হবে , “বেভকো রিটেল শপ”।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর