লকডাউনে সফলতা মিলেছে জম্মু কাশ্মীরে, তাই প্রশাসন চাইছে বাড়ানো হোক এর সময়সীমা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে মোকাবিলা করার জন্য ভারতীয় সেনারাও ‘অপারেশন নমস্তে’ শুরু করে মানবিকতার পরিচয় দিতে শুরু করে দিয়েছে। দেশের এই অদৃশ্য শত্রুর মোকাবিলা করতে দিন রাত এক করে দিয়েছে সেনাবাহিনীও। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনারা দুঃস্থ নাগরিকদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করছে। করোনা প্রতিরোধে জারী হওয়া লকডাউনের সময় যাতে কোন মানুষের কোন খাদ্য কষ্ট না হয়, সেইজন্য খাদ্যশস্য পৌঁছে দিচ্ছে তারা।

sena

বাটগ্রামের এক এলাকায় জওয়ানরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। ওখানে আটকে পড়া শ্রমিকদের মধ্যে জওয়ানরা খাদ্য এবং রেশন দিয়ে তাঁদের সাহায্য করে। ‘অপারেশ নমস্তে’-এর মাধ্যেম দেশের সেনারা বিভিন্ন অঞ্চলে গরীব দুঃস্থ মানুষ এবং পরিযায়ী শ্রমিক, যারা আটকে পড়ছেন তাঁদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করছে।

সেনাদের সাহায্য পেয়ে এক আটকে পড়া শ্রমিক জানায়, ‘লকডাউনের সময় থেকে আমরা এখানেই আটকে পড়ি। আর তখন থেকে আমারা খাদ্য সংকটে পড়ি। এই পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সেনা জওয়ানরা। আমাদেরকে এই সংকটের সময় তারা রেশন দিয়ে সাহায্য করছে’।

জম্মু কাশ্মীরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই কাশ্মীরে ২০০ -এরও বেশি মানুষ করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন। দ্রুততার সাথে চিকিৎসাও চলছে তাঁদের। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের প্রশাসন সেখানে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে। শনিবার নতুন করে ১৭ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়।

kashmir 2

লকডাউন জারি হওয়ায় শ্রীনগরে ১ মাসের মধ্যে একজনও করোনা আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া যায়নি। তাই প্রশাসন জানিয়েছে, লকডাউনের ফলে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই লকডাউনের সময়সীমা বাড়ানো হোক।এর পাশাপাশি লাদাখে ১৪ জন করোনা আক্রান্ত হওয়ার পর লকডাউনের ফলে এখনও অবধি আর কেউ আক্রান্ত হয়নি। তাই লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য তারা দাবী জানাচ্ছে সরকারের কাছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর