করোনা যুদ্ধে সফল হচ্ছে কেরালা, একদিনে সুস্থ হল ৩৬ জন রোগী, সংক্রমণের হার খুবই কম

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে সেলেজা জানিয়েছেন রবিবার কেরালায় করোনার সংক্রমণের আরো দুটি ঘটনা ঘটেছে এবং একদিনে ৩৬ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।  রাজ্যের ১৯৪ করোনাতে আক্রান্ত কিন্তু এর মধ্যেই ১৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লুভ আগরওয়াল বলেছেন যে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সরকার পাশাপাশি বেসরকারী খাত আমাদের সহায়তা করছে। এর মধ্যেই দুটি বড়ো হাসপাতাল গুলির মধ্যেই দুটি হাসপাতালকে করোনার হাসপাতালে রূপান্তর করেছে। সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে।

coronavirus test tube reuters 1583766881

প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কেরালা রাজ্য এখনও পর্যন্ত পরীক্ষার জন্য ১৪, ৯৮৯টি নমুনা প্রেরণ করেছে। একই সময়ে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘন্টার মধ্যে দেশে করোনার ভাইরাসের ৯১৮টি নতুন ঘটনা এসেছে এবং ৩১ জন মারা গেছে।

সম্পর্কিত খবর