ত্বকের সৌন্দর্য বজায় রাখতে হোলি খেলার সময় ও পরে অবশ্যই মেনে চলুন এইগুলি

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : বসন্ত মানেই রঙের উৎসব। আর দোল আসতে আর একদিন মাত্র বাকি অর্থাৎ রঙ খেলার সময় এসেই গেছে, কিন্তু এখনকার দিনে সবকিছুতেই কেমিক্যাল, যার ফলে মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের ত্বক ও চুলের। তাই হোলিতেও নিজের সৌন্দর্য বজায় রাখতে মেনে চলুন এই টিপস গুলি।

যেখানে আপনি রঙ লাগাতে চান না শরীরের সেই অংশগুলোতে হোলি খেলার আগে থেকে অলিভ অয়েল বা নারকেল তেল মেখে রাখুন।
এতে রঙ লাগেনা আর লাগলেও তা খুব সহজে উঠে যায়।

ল্যাভেন্ডার অয়েল, আমন্ড অয়েল, গোলাপ জল আর লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে হোলি খেলার আগে ৩০ মিনিট সেটি চুলে লাগিয়ে রাখুন।

মেয়েরা চুল খুলে হোলি খেলবেন না। কারণ চুলে গোড়ায় রাসায়নিক রঙ প্রবেশ করলে তাতে চুল পড়ে

চোখে সানগ্লাস ব্যবহার করুন।

চোখে রঙ হাত লাগাবেন না।

ভুলেও চোখে লেন্স ব্যবহার করবেন না।

২ চামচ মধু, ৩ চামচ দই, ১ চামচ ময়দা আর ১ চামচ হলুদ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা ৩০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

যাদের ড্রাই স্কিন তারা দই আর ব্যাসন মিশিয়ে প্যাক লাগিয়ে রাখুন ১৫মিনিট। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

যাদের অয়েলি স্কিন তারা কমলালেবুর খসা আর মুসুর ডালের পেস্ট বানিয়ে সেটা ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

X