‘বিবেক শুধু জাগে বাংলায়…’ RG Kar নিয়ে গান বাঁধতেই বিপত্তি! কুণালের নিশানায় অরিজিৎ

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কান্ডে তোলপাড় গোটা দেশ! সাধারণ মানুষের পাশাপাশি গর্জে উঠেছন বিনোদন জগতের তারকারাও। তিলোত্তমার সঠিক বিচারের পাশাপাশি আরও কয়েক দফা দাবি দাওয়া নিয়ে কর্মবিরতিতে বসেছেন রাজ্যের চিকিৎসকরা।এবার এর শেষ দেখে ছাড়তে চাইছেন শিল্পীরাও।   আরজিকরের এই নির্মম হত্যাকাণ্ডের শুরু থেকেই প্রতিবাদে সরব হয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)।

আরজিকর কান্ডে কুনাল ঘোষের নিশানায় অরিজিৎ সিং (Arijit Singh)

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা দেওয়ার পাশাপাশি এই ঘটনা নিয়ে গান-ও বেঁধে ফেলেছেন অরিজিৎ (Arijit Singh)। তাঁর গাওয়া প্রতিবাদী গান ‘আর কবে?’ ইতিমধ্যেই ঘুরছে  সকলের মুখে মুখে। এরই মধ্যে এবার অরিজিৎকে (Arijit Singh) নিশানা করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)।

সরাসরি অরিজিৎ সিং-এর নাম করেই সোশ্যাল মিডিয়ায় কুনাল লিখেছেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’

কুনাল ঘোষ এই পোস্ট করার কিছুক্ষণ পরেই পাল্টা জবাব দিয়েছেন অরিজিৎ-ও। কারও নাম না করেই নিজের এক্স হ্যান্ডেল থেকে পরপর তিনটি পোস্ট করেছেন গায়ক। সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের শুরুতেই অরিজিৎ লিখেছেন, ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি!!’

আরও পড়ুন :‘হাতে দু’সপ্তাহ সময়..,’ এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিস

তারপরেই দ্বিতীয় পোস্টে অরিজিতের দাবি, ‘মিডিয়ায় নতুন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, ফোন কলগুলি, নীল ও সবুজ চাদর, সেমিনার হলের দুটো দরজা, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিছু তো একটা হবে।’ আর একেবারে শেষে সাসপেন্স বজায় রেখেই তিনি লিখেছেন, ‘শিক্ষক দিবসের অপেক্ষায় রয়েছি।’

Arijit Singh

প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর থেকে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করে চলেছেন কুণাল। শুক্রবারেই আরও একটি পোস্টে কুণাল লিখেছেন, ‘আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত।’ শুধু তাই নয় এদিন তিনি প্রহণ তুলেছেন মুখ্যমন্ত্রীর বায়োপিক কিংবা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমা কেন হয় না বাংলায়?


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর