বাংলা হান্ট ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ কয়েক বছর ধরে রাজ্যে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। কখনও চাকরি প্রার্থীকে ভুয়ো চাকরির প্রতারণা পত্র ধরিয়ে দিয়ে আবার কখনও লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি না দেওয়া এসব হামেশাই শোনা যায়। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে, মালদা জেলার গাজল থানা এলাকার ঘটনা। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়কের নাম সুশীল রায়।
2011-2016 অবধি মালদহের গাজল কেন্দ্রে বিধানসভা নির্বাচনে ভোটে জয়লাভের পর বিধায়ক পদে নির্বাচিত হয়েছিলেন। যদিও তাঁর পরবর্তী ক্ষেত্রে আর বিধায়ক পদ পান নি তবুও এলাকার তৃণমূল নেতা সুশীল রায়ের সুনাম ছিল। এলাকার বেশ কয়টি উন্নয়নমূলক কাজের সাক্ষীও ছিলেন তিনি, সম্প্রতি এক মহিলাকে আশা কর্মী হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।
একই সঙ্গে চাকরি না দেওয়া হলে ওই মহিলা টাকা ফেরত চাইতে গেলে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী ওই মহিলা জানিয়েছেন বিধায়ক থাকাকালীন 2015 সালে তিনি আশা কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও চাকরি দেওয়া তো দূরের কথা টাকা ফেরত দেওয়ার নামও করছিলেন না তিনি।
এর পরেই থানার দ্বারস্থ হন ওই মহিলা এবং তাঁর স্বামী।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সুশীল রায়। দলের একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে পাল্টা অভিযোগ করেছেন সুশীল রায়। অন্যদিকে জেলার বিজেপি নেতা সুদীপ্ত চট্টোপাধ্যায় সমগ্র জেলা জুড়ে তৃণমূল তোলাবাজি চালাচ্ছে বলে অভিযোগ তোলেন।