বাংলা হান্ট ডেস্ক : প্রথম থেকে এনআরসির বিরোধিতা করেছিলেন। অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়া সিঁথির মোড় থেকে শ্যামবাজার অবধি এনআরসি বিরোধিতায় স্লোগান তুলে মিছিলে হেঁটেছিলেন। এবার নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাতে মিছিলে হাঁটবেন মমতা। সোমবার এনআরসি ও ক্যাবের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিলেন তিনি।
দিঘার বিজনেস কনক্লেভের পর সাংবাদিক বৈঠকে নো এরআরসি কর্মসূচির জন্য প্রতিবাদ কর্মসূচির কথা জানিয়েছেন মমতা। আগেই জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে নিজের জীবদ্দশায় এই বিল রাজ্যে জারি হবে না বলে জানিয়েছিলেন। এমনকি প্রাণ দিয়ে তা লড়াই করার কথাও জানান। তবে এবার রবিবার রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে এবং সোমবার শহর কলকাতার বুকে মিছিলের ডাক দিয়েছেন তিনি।
কোলকাতায় বি আর আম্বেদকরের মূর্তি থেকে গান্ধী মূর্তির পাদদেশ অবধি মিছিল চলবে বলেই জানা গিয়েছে। এমনিতেই মুখ্যমন্ত্রী প্রথম থেকে ক্যাবের বিরোধী। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ”গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করুন। আমি নিজেও সেই সব আন্দোলনে যোগ দেব। গায়ের জোরে সিএবি পাশ করেছে। কিন্তু বাংলায় এনআরসি করতে দেব না।
প্রত্যেক রাজ্যের আলাদা আবেগ আছে, আলাদ বিষয় আছে।” পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি বাংলার পাপ, দেশের অভিশাপ বলেও মন্তব্য করেন। উল্লেখ্য, কয়েকদিন আগে নাগরিকত্ব সংশোধনী ও এনআরসি নিয়ে কার্যত খড়গহস্তে দেখা গিয়েছিল মমতাকে।
তাই এনআরসি নিয়ে বলতে গিয়ে তিনি সকলকে জোট বাঁধার আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু করা যাবে না বলে জানান। পাশাপাশি, কেন্দ্রকে তোপ দাগতেও ছাড়েননি। তাই খড়গপুর থেকে সরাসরি এনআরসি ও ক্যাব নিয়ে হুঁশিয়ারিও দেন মমতা, বলেন, “এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল-দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ। কিন্তু আপনারা ভয় পাবেন না। আমরা থাকতে কারও ক্ষমতা নেই কাউকে ওরা দেশ ছাড়া করবে।”