বাংলা হান্ট ডেস্কঃ আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় এই বিজেপি নেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্তার ঘটনায় অর্জুন সিং-এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল পুলিশ। ওই মামলায় আগে নির্দেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)
সোমবার আদালতে (Calcutta High Court) এই মামলা চলাকালীন জাস্টিস সেনগুপ্ত জানিয়ে দিয়েছেন আপাতত এই বিজেপি নেতার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মঙ্গলবার আবার এই মামলার শুনানি রয়েছে। ভাটপাড়া থানার পুলিশের দাবি ব্যারাকপুর থানার পুলিশকর্মীরা যখন অর্জুন সিং এর বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয়েছিলেন তখন অর্জুন সিং এবং তাঁর দেহরক্ষী হেনস্থা করেছিলেন অফিসারদের। এরপর এই মামলায় আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অর্জুন সিং।
প্রসঙ্গত ইতিপূর্বে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এবং তার ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং কে বারবার পুলিশি নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ ছিল ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকা কালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে দায়ের ৫০টি FIR, হৈচৈ রাজ্যে
বৃহস্পতিবার ওই মামলার তাঁকে ভবানীভবনে ডাকা হয়েছিল। একাধিকবার তলব এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু ওইদিন হাজিরা দিয়েছিলেন অর্জুন। একইসঙ্গে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। উল্লেখ্য, এক সময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন তিনি।
সেইসময় কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রচুর টাকার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছিল অর্জুন সিংয়ের। পুলিশ সূত্রের খবর, ২০২০ সাল নাগাদ ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকা দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছিল বিজেপির এই প্রাক্তন সাংসদের। গত বছরের ১২ নভেম্বর, ওই মামলাতেই অর্জুনকে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। সেসময় অর্জুন সিং দাবি করেছিলেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ডেকে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এদিন পুলিশ হেনস্থার মামলায় হাইকোর্ট রক্ষাকবচ দেওয়ায় আপাতত স্বস্তিতে অর্জুন।