বাংলা হান্ট ডেস্কঃ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার(NPR) নিয়ে দেশবাসীর রোষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে । বিরোধী দলগুলির দাবি, এনপিআর এনআরসি-র প্রাথমিক ধাপ । এহেন পরিস্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এনপিআর-এর জন্য কোনও নথিপত্র লাগবে না । এমনকি বায়োমেট্রিক তথ্যও লাগবে না ।
শুধু মাত্র কয়েকটি প্রশ্ন সম্মিলিত একটি ফর্ম পূরণ করলেই কাজ হয়ে যাবে ।তবে আদমশুমারি কমিশনার ও রেজিস্টার জেনারেলের সরকারি ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে এনপিআর-এর জন্য বায়োমেট্রিক বিষয়ক তথ্য আবশ্যক।
এনপিআর-এর মূল উদ্দেশ্য হল, এ দেশের প্রতিটি নাগরিকের বিস্তারিত পরিচয় নথিবদ্ধ করা যেখানে সকলের সমস্ত তথ্য এবং বায়োমেট্রিক তথ্যও থাকবে ।
এদিকে এই এনপিআর-এর বিরোধিতা করেছে দেশের দুটি দেশ বাংলা এবং কেরল । সিএএ নিয়ে তো বিক্ষোভ-আন্দোলন চলছেই দুই রাজ্যে । পাশাপাশি এনপিআর বিষয়েও আপত্তি জানিয়েছে এই দুই রাজ্য ।
২০১০ সালে শেষ জনসংখ্যা রেজিস্টারের জন্য তথ্য সংগ্রহ হয়েছিল । ২০১১ সাসে জনগণনার ক্ষেত্রে তা কাজে লাগানো হয়েছে । ২০১৫ সালে প্রতিটি ঘরে ঘরে গিয়ে যেভাবে তথ্য সংগ্রহ করা হয়েছিল, এবারেও সেরকমই হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
এর আগে এনপিআর-এর জন্য ১৫টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল । এবার ২০২০ সালে এনপিআরের জন্য ২১ টি বিষয়ে তথ্য চাওয়া হবে তাতে আধার, ভোটার কার্ডের তথ্য ছাড়াও বেশ কিছু তথ্যের প্রয়োজন হবে ।
কোন ২১টি বিষয়ে তথ্য জানবে সরকার?
- নাম
- লিঙ্গ- পুরুষয়মহিলা
- জন্মতারিখ(সাল সহ)
- বিবাহিতয়/ অবিবাহিত
- মা/ বাবা/ স্বামী/ স্ত্রীর নাম
- শিক্ষাগত যোগ্যতা
- বাড়ির অথবা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
- পেশা
- জন্মস্থান
- বর্তমানে যেখানে আছেন তার ঠিকানা
- ঠিকানায় বসবাস কত দিন ধরে
- স্থায়ী বসবাসের ঠিকানা
- বাড়ি বদলালে তার ঠিকানা
- জাতি
- আধার কার্ডের নম্বর(বাধ্যতামূলক)
- ভারতের পাসপোর্ট নম্বর
- ভোটার আইডি কার্ডের নম্বর গাড়ির লাইসেন্স নম্বর
- মোবাইল নম্বর
- মা, বাবার জন্মস্থান
- জন্মতারিখ