আর করা যাবে না একাধিক পেমেন্ট! ক্রেডিট কার্ড নিয়ে এবার নয়া সিদ্ধান্তের পথে হাঁটল RBI

বাংলাহান্ট ডেস্ক : এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ক্রেডিট কার্ডে (Credit Card) লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে । জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব শীঘ্রই ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, সোসাইটি ফি, টিউশন ফি এবং ভেন্ডর ফি প্রদান করা হয়ত বন্ধ করতে চাইছে। যেসব ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই অপশনগুলো ব্যবহার করতেন তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধরনের পেমেন্টের ক্ষেত্রে তীব্র আপত্তি জানানো হয়েছে। আরবিআই বলছে, ক্রেডিট কার্ড মূলত ব্যবসায়ীদের সাথে লেনদেনের জন্য ব্যবহার হওয়া উচিত। ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ক্রেডিট কার্ড নয়। রিজার্ভ ব্যাংক বলছে, গ্রাহক ও মার্চেন্ট ছাড়া অন্য কোনও ক্ষেত্রে যদি লেনদেন করতে হয় সেক্ষেত্রে গ্রহীতার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে।

আরোও পড়ুন : দুঃসংবাদ! আচমকাই বেড়ে গেল ঘুরতে যাওয়ার খরচ! ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের

রিজার্ভ ব্যাংক লক্ষ্য করেছে বিগত কয়েক বছরে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ব্যক্তিগত কাজে বেশি করে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। একটি তথ্য বলছে শুধুমাত্র চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় 1.5 লাখ কোটি টাকা প্রদান করা হয়েছে। বার্ষিক ভিত্তিতে প্রায় 26 শতাংশ বৃদ্ধি পেয়েছে। রেন্ট, টিউশন ফি এবং সোসাইটি ফি-র মতো ফি এক্ষেত্রে প্রদান করা হয়েছে সিংহভাগ সময়।

After Paytm, RBI has fined this company

 

গত কয়েক বছরে বেশ কয়েকটি ফিনটেক কোম্পানি ভারতে এসেছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে রেন্ট পেমেন্ট অপশন প্রদান করে থাকে। সেক্ষেত্রে এই ধরনের কোম্পানি এক থেকে তিন শতাংশ ফি নিয়ে থাকে। এক্ষেত্রে গ্রাহকদের অনেক সময় দেখা যায় ব্যক্তিগত অর্থের প্রয়োজন হলে তারা এই অপশন ব্যবহার করে ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নিচ্ছে। সেক্ষেত্রে গ্রাহকদের সুবিধা হলেও চাপ পড়ছে ক্রেডিট কার্ড কোম্পানির ওপর। তাই এই ধরনের প্রবণতা বন্ধ করতে তৎপর রিজার্ভ ব্যাংক।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর