বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লাগু হবে ষষ্ঠ বেতন কমিশন। চার বছর পরে অবশেষে কার্যকরী হতে চলেছে নতুন বেতন কমিশন। যা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। মহার্ঘ্য ভাতা নিয়ে জটের মধ্যেই নতুন বছর থেকে পে কমিশন কার্যকরী করার কথা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বছরের শেষে এক বুক আশায় নিয়ে দিন কাটাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
কিন্তু এরই মধ্যে পেনশন ভোগীদের মধ্যে ধোঁয়াশার পারদ চড়েছিল। সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে কি হবে, এমন প্রশ্ন ঘোরাফেরা করছিল। আদৌ কি তাঁদের পেনশনের কোনো হেরফের হবে, এমন প্রশ্নও উঠছিল। তবে সেই সব প্রশ্নের উত্তর দিতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। তাই পেনশন সংক্রান্ত যেকোনো অসঙ্গতি কাটাতে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য।
\২০১৬ সালের জানুয়ারী থেকে নতুন পে কমিশন কার্যকরী হবে আর তাই তো ওই সময়ের অবসর নেওয়া কর্মচারীদের পেনশনও নতুন করে গঠিত করা হবে বলে জানানো হয়েছে।তাইতো রাজ্যের অর্থ দফতরের তরফে পেনশনের বৈষম্য নিয়ে যাঁরা সরব হয়েছিলেন তাঁদের সমস্যা দূর করার জন্য একটি বিজ্ঞপ্তিজারি করা হয়েছে, এরপর নির্দেশিকাও জারি হবে।
উল্লেখ্য, আবারও নতুন করে রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য প্রফর্মা ফর্ম আনা হচ্ছে। যেহেতু 2016 সালের হিসেবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে অর্থাত্ আগামী নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তা লাভ হবে আর সেই হিসেবে জানুয়ারি মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
আর ঠিক তখন থেকেই কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি অনুসারীরা নতুন হারে পেনশন পেতে পারবেন। একই সঙ্গে কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমানও কিন্তু বাড়িয়ে বারো লক্ষ টাকা অবধি করা হয়েছে। পাশাপাশি আরও একটি বড়সড় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা হলো অবসরপ্রাপ্ত কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী কিন্তু গ্র্যাচুইটি বাবদ অনেকটাই বেশি পরিমাণে টাকা পাবেন।