শিক্ষাক্ষেত্রে উনন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে একাধিক প্রকল্প রয়েছে। মেধাবী ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া সমস্ত শ্রেনীর পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষা খাতেও স্কলারশিপ দেয় কেন্দ্রীয় সরকার। এবার রাজ্যের পড়ুয়াদের জন্য স্কলারশিপ দেবে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র অষ্টম শ্রেনীতে পাঠরত ও আর্থিক দিক থেকে সক্ষমহীন পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে কেন্দ্রের তরফে। তবে এই স্কলারশিপের জন্য প্রার্থীদের একটি পরীক্ষা দিতে হবে। যার নাম ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এক্সামিনেশন,২০১৯ এর মধ্যে। এই বছরের পরীক্ষা ১৭ নভেম্বর। এই পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম থেকে দ্বাদশ শ্রেনী অবধি পড়াশুনার খরচ দেবে কেন্দ্রীয় সরকার।
আবেদনের বিস্তারিত তথ্য-
- রাজ্যের প্রতিটি স্কুলের ছেলেমেয়েরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তার জন্য প্রয়োজন সপ্তম শ্রেনীতে 55 শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হওয়ার রেজাল্ট। তফশিলী জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে।
- পারিবারিক আয় হতে হবে দেড় লক্ষের কম।
- প্রার্থীদের আধার কার্ড ও ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর থাকা বাধ্যতামূলক।
- একবার উত্তীর্ণ হলে প্রতিবছর রিন্যুয়াল করতে হবে। সেক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার ফলাফল হতে হবে 55 শতাংশ নম্বর নিয়ে পাশ। অর্থাত্ অষ্টম, নবম, দশম ও একাদশ শ্রেনীতে 55 শতাংশ নম্বর থাকলে তবে পরের ক্লাসে স্কলারশিপ পাওয়া যাবে।
- wbsed.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এবং আবদনের জন্য প্রয়োজনীয় তথ্যও দেওয়া থাকবে এখানে।
পরীক্ষার নিয়মাবলী- মোট দুটি ভাগে পরীক্ষা হবে। একটি হল মেন্টাল এবিলিটি টেস্ট। পূর্ণ নম্বর 90। এরপর স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট হবে। যার পূর্ণ নম্বর 90। এই স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টটি হবে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সাইন্স, লাইফ সাইন্স, হিস্ট্রি, জিওগ্রাফি় বিষয়ে। এছাড়াও এই সম্পর্কে আরও বিস্তারিত তত্থ জানার জন্য ওপরের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।