বাংলাহান্ট ডেস্ক : আরজি কর (RG Kar Case) ইস্যুতে তোলপাড় গোটা দেশ। আঁচ ছড়িয়েছে বিদেশেও।আরজি কর (RG Kar Case) কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের উপর ব্যাপক ক্ষুব্ধ সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন কম বেশি সকলেই। রাস্তা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন আমজনতা।
আরজি কর (RG Kar Case) ইস্যুতে ইনফ্লুয়েন্সাররাও ক্ষুব্ধ
বাংলার সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যেন দ্বিগুণ হয়েছে। আর জি কান্ডের (RG Kar Case) বিচার চেয়ে সরব হয়েছেন শমীক অধিকারী, উন্মেষ গাঙ্গুলি, নিরঞ্জন মণ্ডল, সঞ্জু বরাই, ঝিলম এবং হোমকুক ঊষার মতো ইনফ্লুয়েন্সাররা। এমনকি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরাও এক হয়েছেন বিচার চেয়ে। স্লোগান দিচ্ছেন, “বাঙাল ঘটির একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।”
আরোও পড়ুন : আরেব্বাস! ১৪ ঘন্টার সফর এখন অতীত! এবার মাত্র ‘হাফ টাইমে’ই কলকাতা টু বারাণসী! কিভাবে যাবেন?
বাঁকুড়া মিমস-এর কনটেন্ট ক্রিয়েটার উন্মেষ গাঙ্গুলী আরজি কর কান্ডে প্রসঙ্গে বলেন, বাঙাল আর ঘটি হাত মিলিয়েছে। এমনকি পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তারের মুখোমুখিও হয়েছে তারা। তাদের একটাই শ্লোগান, #WeWantJustice। ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর কথায়, “একশো বছরের শত্রুতা আজ বিচারের দাবিতে ম্লান হয়ে গেছে। এইবার খেলা হচ্ছে। ‘জাস্টিস ফর আরজি কর’।” যারা বলে খেলা হবে তারাই খেলা (রবিবারের ডার্বি ম্যাচ) বাতিল করেছে,” এমনটাই বলেছেন উন্মেষ গাঙ্গুলী। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারকে নিন্দা জানিয়েছেন তিনি।
আরোও পড়ুন : দুর্গাপুজোয় মাটি দেব না! RG Kar-এর তরুণী হত্যায়, অভিনব প্রতিবাদ সোনাগাছির
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী একটি রিলে নিজেই মা-ছেলে হিসেবে অভিনয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের প্রসঙ্গ উত্থাপন করেছেন। মায়ের চরিত্রে অভিনয় করে শমীক অধিকারী বলেন,” আমরা আমাদের মর্যাদা বিক্রি করে দিয়েছি। সবই লক্ষ্মীর (টাকার) জন্য, তাই না? আমাদের অমূল্য লক্ষ্মীর (আরজি কর ধর্ষণ-হত্যার শিকার) দাম ১০ লাখ টাকা। অথচ তারা বিচার দিতে পারেনি”।
শিক্ষক এবং প্রভাবশালী সঞ্জু বারাই, দেবী দুর্গার একটি চক-স্কেচ মুছে দিয়ে সেখানে নির্যাতিতার প্রাণহীন দেহের এক করুণ চিত্র এঁকে প্রতিবাদ করেন। হোমকুক ঊষা ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি রিল শেয়ার করেছেন। ৩১ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ এবং হত্যার পরিপ্রেক্ষিতে ন্যায় বিচারের দাবি করেছেন। সরকারের এমন নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন তাঁরা।
পাশাপাশি, এই নারকীয় ঘটনার নিন্দা প্রথম দিন থেকেই করে আসছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লাফটারসেন। কীভাবে পরিবারের ছেলেদের শিক্ষিত করতে হয় এবং মহিলাদের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করতে হবে সে সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছেন লাফটারসেনের নিরঞ্জন মণ্ডল। মায়ের চরিত্রে অভিনয় করে তিনি বলেছেন, “ভাল স্পর্শ এবং খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য শেখানো আমাদের কর্তব্য, বিশেষ করে ছেলেদের জন্য। শিক্ষাটা ভীষণ গুরুত্বপূর্ণ।”
সাধারণ মানুষের মতো, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও হত্যার (RG Kar Case) বিরুদ্ধে প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সাররাও (Influencer)। চাইছেন বিচার। শুধু তাই নয়, পথে নেমে প্রতিবাদের পথেও হাঁটছেন তারা।