এই ফিক্সড ডিপোজিটে অস্বাভাবিক হারে সুদ দিচ্ছে SBI, বড় সুখবর গ্রাহকদের জন্য

বাংলাহান্ট ডেস্ক : স্থায়ী আমানত ( Fixed Deposit) নাগরিকদের বিশেষ ভরসার জায়গা। বিভিন্ন ব্যাঙ্ক সুদের হার বেশ কমিয়ে দিলেও এখনও দেশের বহু নাগরিকই ফিক্সড ডিপোজিট করতেই স্বচ্ছন্দ বোধ করেন। অনেকেই নিজের রোজগার করা টাকা জমা স্থায়ী আমানতে রাখেন। এমনকি, সেই টাকায় নিজের অবসরজীবন অতিবাহিত করার কথা ভাবেন অনেকে।

সুখবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোটি কোটি গ্রাহকদের জন্য। দেশের সর্ববৃহত এই ব্যাংক ফিক্সড ডিপোজিট এর সময়সীমা বাড়িয়েছে তাদের প্রবীণ গ্রাহকদের জন্য। গ্রাহকরা আগামী ৩০ শে জুন পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করে বিশেষ মুনাফা লাভ করতে পারবেন। এসবিআই এই স্কিমটি চালু করে ২০২০ সালের মে মাসে।

   

সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি করা বিশেষ এই এফডি স্কিমে গ্রাহকরা ৭.৫% সুদ পাবেন। ‘SBI WE CARE’ নামের এই স্কিমে গ্রাহকরা ৫ থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এই স্কিমে ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ১০০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ প্রদান করে।

Fixed Deposit

 

অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সাত দিন থেকে দশ বছর মেয়াদের সঞ্চয় স্কিমে ৩.৫% থেকে ৭.৫% পর্যন্ত সুদ প্রদান করে থাকে। ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৭.১০% এবং ‘SBI সর্বত্তম’ FD স্কিমের অধীনে ১ বছরের ফিক্সড ডিপোজিটের উপর সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৫৫% সুদ দিচ্ছে। এই স্কিমের অধীনে ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ৭.৪০% এবং ২ বছরের FD-তে সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৯০% সুদ প্রদান করছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর