মানুষ মরলে টনক নড়ে, কেকের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে নজরুল মঞ্চে সোনুর অনুষ্ঠানে কড়া নিরাপত্তা

বাংলাহান্ট ডেস্ক: এক মাস হতে চলল সেই মর্মান্তিক ঘটনার পর। তার আগেই ফের জমজমাট নজরুল মঞ্চ (Najrul Mancha)। আবারো এক বলিউড শিল্পীর গানে মাতোয়ারা দর্শকবৃন্দ। কেকে-র (KK) মৃত্যুর ক্ষত সারিয়ে ছন্দে ফিরছে কল্লোলিনী। ২৬ মার্চ নজরুল মঞ্চে সোনু নিগমের (Sonu Nigam) লাইভ অনুষ্ঠান যেন সেটারই ইঙ্গিত দিল।

গত ৩১ মে নজরুল মঞ্চে পারফর্ম করতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কেকে। মাত্রাতিরিক্ত দর্শকের চাপ, প্রচণ্ড গরমের মধ্যে বিকল এসি অসুস্থ করে তুলেছিল গায়ককে। তার মধ্যেও অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেছিলেন তিনি। তারপরেই অসুস্থ হয়ে পড়েন গায়ক। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।

KK oped
কেকের অকালমৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছিলেন সোনু। আর এক মাসের মধ্যেই তিনি বন্ধুর শেষ পারফরফর্ম্যান্স স্থলে। যোধপুর পার্ক উৎসবের তৃতীয় দিনে নজরুল মঞ্চে গান গেয়ে জমিয়ে দিলেন সোনু। শোনা গিয়েছিল, কলকাতায় পারফর্ম করার পর কেকের মর্মান্তিক মৃত্যু দেখে অনেক শিল্পীই নাকি আর আসতে চাইছিলেন না শহরে।

যদিও গুঞ্জন উড়িয়ে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছিলেন, খুব শীঘ্রই সোনু নিগম আসবেন গান গাইতে। সেই মতো রবিবার আয়োজিত হয়েছিল তাঁর শো। এদিনও দর্শকাসন ছিল সম্পূর্ণ ভর্তি। কিন্তু আগের ভুল থেকে শিক্ষা নিয়ে অতিরিক্ত একটিও টিকিট বিক্রি করা হয়নি বলে জানান আয়োজকরা। পাশাপাশি বাড়তি লোক যাতে ঢুকে পড়তে না পারে সেদিকেও নজর রাখা হয়েছিল।

লালবাজারের তরফে যে SOP জারি করা হয়েছিল তা মেনেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বলে খবর। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে নিযুক্ত পুলিস আধিকারিকের নেতৃত্বে পুলিস বাহিনী মোতায়েন ছিল। পাশাপাশি আয়োজকদের তরফেও আলাদা করে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল। টিকিট ছাড়া কাউকেই যেন ঢুকতে না দেওয়া হয়, এমনি নির্দেশ দেওয়া ছিল তাদের।

নির্দেশ মেনে রাখা হয়েছিল তিনটি অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়ি। কেকের অনুষ্ঠানের আগে টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। অথচ সোনু নিগমের মতো একই রকম বড় মাপের একজন শিল্পীর অনুষ্ঠানের খবর ছিল না অনেকের কাছেই, এতটাই কড়া ছিল নিরাপত্তা। সবই হল, শুধু কেকে ভক্তদের আক্ষেপ, এই তৎপরতাটা আগে দেখালে একজন শিল্পীকে মরতে হত না।


Niranjana Nag

সম্পর্কিত খবর