ভুলে যান সিলিন্ডারের কথা! এবার বাড়ি বাড়ি গ্যাস পৌঁছবে এই নয়া উপায়ে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে আমরা যে গ্যাসে রান্না করি তা একটি সিলিন্ডারে আবদ্ধ থাকে। গ্যাস সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে ভ্যানের মাধ্যমে ডেলিভারি বয়রা সেই গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। কিন্তু বহু পুরনো এই নিয়মে আসতে চলেছে বদল। রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে আশা করা যাচ্ছে।

রাজ্য সরকার চাইছে গ্যাস সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থের বাড়িতে গ্যাস পৌঁছে দিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নীতি গ্রহণ করা হয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিকাঠামো গঠন করার জন্য। সিকিউরিটি ডিপোজিট, অ্যাপ্লিকেশন ফি ইত্যাদির জন্য কত টাকা দিতে হবে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে 16 পাতার এই নীতিতে।

শহর, জনপদ, জঙ্গলের মধ্য দিয়ে কীভাবে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন পাতা হবে তারও উল্লেখ রয়েছে এই ১৬ পাতার নীতিতে। এই নীতিতে লেখা রয়েছে কীভাবে সমীক্ষা চালানো হবে সেই বিষয়টিও। রাজ্যের পূর্ত দপ্তর দাবি করছে সিলিন্ডারের বদলে পাইপ লাইনের মাধ্যমে যদি বাড়িতে গ্যাস সরবরাহ করা হয় তাহলে বেশ কিছু সুবিধা হবে।

পূর্ত দপ্তর বলছে বর্তমানে যে পদ্ধতিতে বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় তার ফলে চাপ সৃষ্টি হয় ট্রাফিকের উপর। এছাড়াও এর প্রভাব পড়ে পরিবেশের উপর। এমন অবস্থায় যদি প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া যায় তাহলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুঘটকের কাজ করবে।

1689475797 pipe

পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ হলে গৃহস্থরা আরো একটি বড় সুবিধা পাবেন। সেক্ষেত্রে গ্যাস ফুরিয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে না। গ্যাস ফুরিয়ে গেলে সিলিন্ডার পরিবর্তন করার জন্য কষ্ট করতে হবে না। এছাড়াও পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ হলে তা অনেকটাই সুরক্ষিত হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর