বাংলাহান্ট ডেস্ক : একদিকে ভোট, আরেকদিকে IPL। ফলে, টেলিভিশন শো’গুলোর অবস্থা তথৈবচ। নন ফিকশন শো’গুলির ক্ষেত্রে তো প্রভাব পড়ছে এক্কেবারে সরাসরি। দিদি নম্বর ১ আর দাদাগিরি একসময় দর্শকদের পছন্দের তালিকায় বিশেষ স্থান পেলেও আজ ৫-এর গণ্ডি ছুঁতে রীতিমতো বেগ পেতে হল দিদি নম্বর ১-কে। আর সৌরভের ভাগ্যে তো জুটল না ৫ পয়েন্টও।
এদিকে, এগিয়ে আসছে দাদাগিরি আনলিমিটেড সিজন ১০ শেষ হওয়ার দিন। আর শেষ মুহূর্তে এসে কাজ করছে না দাদার দাদাগিরি। টিআরপি তালিকায় দাদাগিরির নম্বর বেশ আশঙ্কাজনক। সৌরভ সঞ্চালিত এই গেম শো এই সপ্তাহে মাত্র ৪.২ পয়েন্ট পেয়েছে । দাদাকে মাত দিয়ে নন-ফিকশনে এক নম্বরে দিদি নম্বর ১। ভোট প্রচারের মাঝেও নিজের শো’য়ের মান বজায় রাখতে উঠে পড়ে লেগেছেন রচনা (Rachana Banerjee)।
আরোও পড়ুন : প্রচন্ড গরমে কলকাতায় ৩০ মিনিট স্কুল বাস দাঁড় করিয়ে চেকিং পুলিশের! কারণ জানলে ফুঁসে উঠবেন
এক নজরে নন-ফিকশনের তালিকা-
ঘরে ঘরে জি বাংলা- ১.০
দিদি নম্বর ১ (সোম থেকে শনি)- ১.৯
দিদি নম্বর ১(সানডে ধামাকা) ৫.৪
স্টার জলসা ফিকশন (রবিবার, রাত ৮.৩০টা)- ৫.২
স্টার জলসা ফিকশন (শনি-রবিবার,রাত ৯.৩০ টা)- ৪.৪
দাদাগিরি- ৪.২
আরোও পড়ুন : এবার গাড়ি গণনা হতে চলেছে রাজ্যে! সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে লোকসভা নির্বাচনের পরেই শুরু সমীক্ষা
বহুদিন ধরেই দর্শকরা স্টার জলসায় কোনও রিয়ালিটি শো দেখতে পাচ্ছেন না। তাই, দাদা-দিদির মধ্যেই মূলত টক্কর চলছে। এদিকে মহারাজ (Sourav Ganguly) আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় জলসার ফিকশন শো-এর হাতে ল্যাজেগোবরে হতে হল দাদাগিরিকে। রবিবার রাত ৯.৩০টা থেকে ১১.০০টায় জলসার তিনটি শো-এর গড় টিআরপি রেটিং ৪.৪।
তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, খুব তাড়াতাড়িই পর্দায় আসছে সারেগামাপা। জি বাংলা জনপ্রিয় এই রিয়ালিটি শো’য়ের অডিশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে চর্চা তুঙ্গে। অন্যদিকে আপতত ফিকশন শো-তেই ভরসা রাখছে স্টার জলসা। নন-ফিকশন শো চালু করার কোনও পরিকল্পনা নেই তাঁদের।