পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য মারাত্মক উপায় খুঁজেছে ভারত! আগে কোনওদিন হয়নি এমন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রতীক্ষার অবসান! আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Indian Cricket Team) এবং বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান। আজকের ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে থাকবে দুই দলই। দুই দেশই চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ভালো জায়গায় রয়েছে। তাই একটা হাড্ডাহাড্ডি ম্যাচের প্রত্যাশা ক্রিকেটপ্রেমীরা। ২০১৯ সালের মতো এই ভারত বনাম পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) যে একপেশেভাবে শেষ হবে না সেটা অনেক বিশেষজ্ঞেরই ধারণা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জিতে পাকিস্তান বেশ আত্মবিশ্বাসী। বিশ্বকাপের ইতিহাস প্রথমবার কোনও দল অত বড় রান তাড়া করে জয় পেয়েছিল। ভারতের বিরুদ্ধে নামার আগে পরিচয় বাবর আজমদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। তাই রোহিতদেরও প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য এমন ছক কষতে হবে যা তারা আগে প্রত্যাশাই করেনি।

rohit kohli wc babar

আর সেই জন্যই সম্ভবত গোটা এশিয়া কাপ ও বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে ফেলার পরে রোহিত শর্মা প্রথমবারের জন্য মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরাকে একসঙ্গে খেলাতে পারেন। বারবার বিশেষজ্ঞরা পরামর্শ দেওয়া সত্ত্বেও রোহিত তিন জেনুইন পেসারকে নিয়ে মাঠে নামায়নি দল।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই খারাপ খবর পেলেন সৌরভ! হারাতে চলেছেন এই বড় সম্পত্তিটি

তবে বাবর আজমরা যে পেস বোলিংয়ের ক্ষেত্রে অভ্যস্ত নন তা নয়। কিন্তু আহমেদাবাদে ব্যাটিংবান্ধব পিচ হওয়ার সম্ভাবনাই বেশি। অন্তত প্রথম ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে লড়াই দেখে তেমনটাই বোঝা গিয়েছে। সেক্ষেত্রে দলে তিনজন জেনুইন পেসারের থাকাটা হয়তো বাড়তি সুবিধা দেবে দলকে, যে সুবিধা পাকিস্তানের কাছেও রয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত আত্মবিশ্বাসী নই! পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোহলিরা হালকা মেজাজে, চাপে রোহিত

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল/ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর