পঞ্চম টেস্ট বাতিল নিয়ে এই প্রথম মুখ খুললেন বিরাট কোহলি, দিলেন বড় বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই ক্রমাগত একের পর এক প্রশ্ন উঠে চলেছে। ভারতীয় দলের জুনিয়র ফিজিও যোগেশ পারমার কোভিড আক্রান্ত হওয়ার পরেই টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই এবং ইসিবি। যদিও ইংরেজ মিডিয়া বারবারই তাদের বিবৃতিতে জানিয়েছে, মূলত ভারতীয় দল মাঠে নামতে চায় নি। প্রশ্ন উঠেছে বিরাট কোহলি এবং আইপিএলকে নিয়েও।

ইতিমধ্যেই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির তরফে পাঠানো প্রাইভেট জেটে আরব আমিরশাহীতে পৌঁছেছেন ভারতীয় দলের সদস্যরা। ইউএইতে পৌঁছেছেন ভারত অধিনায়ক তথা আরসিবি প্রধান বিরাট কোহলিও। আরব আমিরশাহীতে পৌঁছানোর পর এই প্রথম বার ভারত ইংল্যান্ড সিরিজ নিয়ে মুখ খুললেন বিরাট। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, “এটা খুবই হতাশাজনক যে আমরা নির্ধারিত সময়ের আগেই এখানে এসেছি। কিন্তু কোভিডের প্রভাব যেভাবে দেখা যাচ্ছে, তাতে বিষয়টা খুবই কঠিন হয়ে উঠেছে। যে কোন সময় যে কোন কিছু হতে পারে। আশা করি সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ভালভাবে চলবে এবং আমরা একটি নিরাপদ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে সক্ষম হব।”

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই এই প্রসঙ্গে মুখ করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরাটদের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন, ম্যাচ বাতিল হওয়ায় খেলোয়াড়দের কোন দোষ নেই। পরিস্থিতি যা হয়ে দাঁড়িয়েছিল তাতে আশঙ্কিত হওয়াই স্বাভাবিক। জানিয়ে রাখি, ভারতীয় শিবিরে প্রথম করোনা আক্রান্ত হন প্রধান কোচ রবি শাস্ত্রী। একইসঙ্গে ভরত অরুণ এবং আর শ্রীধরেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর জুনিয়ার ফিজিও যোগেশ আক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই আর ঝুঁকি নিতে চায়নি ভারতীয় দল।

IMG 20210902 115109

প্রসঙ্গত শুধু বিরাট নন একইসঙ্গে আরব আমিরশাহী তে এসে পৌঁছেছেন তার আরসিবি সদস্য মহম্মদ সিরাজও। প্রাইভেট জেটে বিরাটের সঙ্গী ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকাও। আপাতত দলের সঙ্গে যোগ দেবার আগে ৬ দিনের কোয়ারেন্টাইন পর্বের মধ্য দিয়ে যেতে হবে খেলোয়াড়দের। আর তারপরেই আইপিএলের মাঠে দেখা যাবে বিরাটদের।

 


Abhirup Das

সম্পর্কিত খবর