সঙ্গীর উদ্দ্যেশ্যে এক বাঘ হেঁটে চলেছে প্রায় ২০০০ কিমি পথ, যা ভাইরাল হল নেট দুনিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ সঙ্গীর জন্য দূর থেকে দুরান্ত পাড়ি দিতে কে না চায়। সবাই চায় তাঁর মনের মতো সঙ্গী খুঁজে নিতে। মানুষ থেকে শুরু করে পশুপাখি সকলেই তাঁর ব্যতিক্রম নয়। মানুষ যেমন তাঁর সঙ্গীর সন্ধানে এক দেশ থেকে ভিন দেশে পাড়ি দিতেও পিছুপা হন না, তেমনই এক বাঘ (Tiger) তাঁর সঙ্গীকে খুঁজতে হেঁটে চলেছে ২০০০ কিলোমিটার পথ।

tiger

সঙ্গীকে খুঁজতে বাঘের এই যাত্রাকে সকলেই সাধুবাদ জানায়। এই বাঘের এই মানচিত্র ট্র্যাকিংয়ের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বাঘ তাঁর সঙ্গী বাঘকে খুঁজতে হেঁটে চলছে বহু পথ। প্রায় ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে সে তাঁর সঙ্গীর জন্য। বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই বাঘের ছবি পোস্ট করেন।

প্রবীণ কাসওয়ান লেখেন, ‘একটি বাঘ তার সঙ্গীর সন্ধানে খাল, ক্ষেত, বন, রাস্তা পেরিয়ে পথের পর পথ হেঁটে চলেছে। দিনের বেলা সামান্য বিশ্রাম নিয়ে ফের রাতে হেঁটে ২ হাজার কিমি পথ হেঁটে চলেছে। এই বাঘটি ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার পরে জ্ঞানগঙ্গা বনে এসে উপস্থিত হয়। এই অভয়ারণ্যটি মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলায় অবস্থিত এবং এটি মেলঘাট টাইগার রিজার্ভের অংশ।

download 4 10

পোস্টটি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে বহু মানুষ তাদের নানান বক্তব্য শেয়ার করতে থাকেন। এক সহৃদয়বান ব্যক্তি বলেন, “সেই বাঘ কি ভাগ্যবান হবে, যার জন্য এই বাঘটি ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করে হেঁটেছিল। তাদের এই তাদের সংগ্রামকে মানুষেরা প্রেমে অতিরঞ্জিত করে তুলেছেন।” আরও এক ব্যক্তি লেখেন, “বাহ, ২০০০ কিমি এবং কোন ঝগড়া নেই, এই বাঘটি সত্যিকারের নায়ক, পথে খাবার খুঁজে পান, শিকারীর হাত থেকে দূরে থাকেন, যদি এর সঙ্গী পাওয়া যায় তবে তার কঠোর পরিশ্রম সার্থক হবে।”


Smita Hari

সম্পর্কিত খবর