বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় (Kolkata) তীব্র গরমের মধ্যে স্কুল বাস দাঁড় করিয়ে চেকিং করল পুলিশ। কর্তব্যরতে পুলিশ বিএসএস স্কুলের স্কুল (School Bus) বাসটিকে থামিয়ে দেয় ঢালাই ব্রিজের কাছে। ভোটের আগে কর্তব্য বুঝে নেওয়ার জন্য নথিপত্র যাচাইয়ের লক্ষ্যে পুলিশ বাসটিকে দাঁড় করায়। খবর পেয়ে এক অভিভাবক ছুটে আসেন ঘটনাস্থলে।
পুলিশকে তিনি বলেন যে এই কাজটি পড়ুয়াদের স্কুলে নামিয়ে আসার পরেও করা যেতে পারে। অভিযোগ এরপর কর্তব্যরত পুলিশেরা অভব্য আচরণ করেন অভিভাবকের সাথে। ওই অভিভাবক অভিযোগ জানিয়েছে, অত্যন্ত কড়া ভাষায় কর্তব্যরত পুলিশেরা তাকে বলেন যে দায়িত্ব শেখাতে আসবেন না।
আরোও পড়ুন : এবার গাড়ি গণনা হতে চলেছে রাজ্যে! সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে লোকসভা নির্বাচনের পরেই শুরু সমীক্ষা
অভিভাবকেরা বলেন, এই তীব্র গরমের মধ্যে যদি ৩০ মিনিট স্কুল বাস দাঁড় করিয়ে রাখা হয় তাহলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে। মুম্বাইতে এই ধরনের একটি ঘটনায় দুইজন পড়ুয়া প্রাণও হারিয়েছিল। দুইজন শিশু তালাবন্ধ অবস্থায় এই গরমে পড়েছিল দীর্ঘক্ষণ। তালাবন্ধ গাড়ি থেকে উদ্ধার করা হয় দুই শিশুর মৃতদেহ ।
আরোও পড়ুন : বেঙ্গালুরুর মতো অবস্থা হবে কলকাতার! ২-৩ বছরেই অমিল হবে খাবার জল?
পরে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই গাড়িটি ভেতর থেকে বন্ধ ছিল। ওই দুই শিশু গাড়ির দরজার তালা খুলতে পারেনি। মৃত দুই শিশুর নাম মুসকান মহব্বত শেখ ও সাজিদ মোহাম্মদ শেখ, তাদের বয়স ছিল যথাক্রমে পাঁচ ও সাত বছর। জানা গেছে এই দুই শিশু খেলা করছিল তাদের বাড়ির বাইরে।
অনুমান করা হচ্ছে খেলতে খেলতে ওই দুই শিশু উঠে পড়ে গাড়িতে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাড়ি না ফিরলে তাদের অভিভাবকেরা অনুসন্ধান শুরু করেন। বেশ কয়েক ঘন্টা পর ওই গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় এই দুই শিশুর নিথর দেহ। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে এই দুই শিশুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।