এবার এই কারণে শহর কলকাতায় আগমন ঘটল ৩ টি রোবটের! হবে বড়সড় মুশকিল আসান

বাংলা হান্ট ডেস্ক: এবার শহর কলকাতায় (Kolkata) আগমন ঘটল রোবটের! হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। তবে এই আগমনের পেছনে রয়েছে এক অবাক করা কারণও। এমনিতেই আর কিছুদিন পর রাজ্যে শুরু হয়ে যাবে বর্ষার দাপট। এদিকে বর্ষা আসা মানেই বাড়তে থাকে জল জমে যাওয়ার সমস্যা। তবে, এবার ওই সমস্যা থেকে মুক্তি দিতেই নিউ টাউনের রাস্তায় দেখা মিলল ৩ টি রোবটের।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নিকাশি ব্যবস্থার প্রতি নজর দিতেই জল জমা আটকাতে ওই ৩ টি রোবটকে কাজে লাগাতে চলেছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। মূলত জল জমার সমস্যার দূর করতে ম্যানহোল পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। এবার, ওই ম্যানহোলগুলিকেই খুব সহজে পরিষ্কার করবে ওই রোবটগুলি। রাজ্যে এই প্রথম এহেন উদ্যোগ শুরু হতে চলেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কন্ট্রোল রুমে বসেই এই রোবটগুলির কাজ সহজেই মনিটরিং করা সম্ভব হবে। এমতাবস্থায়, পরবর্তীকালে ম্যানহোল পরিষ্কার করার কাজে এই রোবটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। অত্যাধুনিক এই রোবটগুলিতে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। যার ফলে কোথায় কোথায় আবর্জনা জমে রয়েছে সেটির সন্ধান পাওয়া যাবে ক্যামেরাতেই।

আরও জানা গিয়েছে যে, ছোট জেনারেটরের মাধ্যমে রোবটগুলিকে খুব সহজেই চালানো যাবে। আর এইভাবেই নিউটাউনের মত স্মার্ট সিটিতে ম্যানহোল পরিষ্কার করার জন্য এবার স্মার্ট পদক্ষেপ গ্রহণ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে এনকেডিএ-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বিস্তারিত তথ্য জানিয়েছেন।

whatsapp image 2023 06 11 at 2.32.38 pm (1)

তিনি বলেন, “আমরা সবসময়ই নতুন প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করি। এবার আমরা রোবটকে কাজে লাগিয়ে ম্যানহোল পরিষ্কার করার একটা ব্যবস্থা গ্রহণ করেছি। এরফলে দেশ জুড়ে মানুষের জীবনকে বিপন্ন করে যে অমানবিকভাবে ম্যানহোল পরিষ্কার করা হয় সেই বিষয়টি আমরা বন্ধ করার চেষ্টা করছি। ক্যামেরার সাহায্যে এবার রোবট ম্যানহোল পরিষ্কার করে দিতে পারবে। পাশাপাশি সমগ্র বিষয়টি অত্যন্ত দ্রুত সম্পন্ন হবে। আমরা মোট ৩ টি রোবট কিনেছি।” এছাড়াও, একটি অ্যাপের মাধ্যমে রোবটগুলির কাজকর্ম কন্ট্রোল রুম থেকেই বোঝা যাবে বলেও জানিয়েছেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর