বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের হলেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয়, ভারতেরও শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। এমতাবস্থায়, তাঁর জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা থাকে না। পাশাপাশি, তিনি তাঁর একাধিক কর্মকাণ্ডের জেরে সবসময় থাকেন খবরের শিরোনামে। তবে, এবার আম্বানি পরিবার সম্পর্কে এমন একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন সকলেই।
আমরা সকলেই জানি যে, মুকেশ আম্বানি একটি বিলাসবহুল বাড়িতে তাঁর পরিবারের সাথে বসবাস করেন। যেটির নাম হল “অ্যান্টিলিয়া”। এদিকে, অ্যান্টিলিয়া আবার বিশ্বের অন্যতম দামি বাড়ি হিসেবে বিবেচিত হয়। বিলাসবহুল এই বাড়ির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে একের পর এক চমক। আর সেই কারণেই এই বাড়িটি সম্পর্কে জানার আগ্রহ থাকে সকলের মধ্যেই।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির পরিবার অ্যান্টিলিয়ার ২৭ তলায় বসবাস করেন। এমতাবস্থায়, নির্দিষ্ট ভাবে ওই তলাতে বসবাসের ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ কারণও। যেটি জানলে প্রত্যেকেই রীতিমতো অবাক হবেন। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
মূলত, মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি মনে করেন যে, তাঁর পরিবারের প্রতিটি সদস্যের রুমে যেন অবশ্যই সূর্যের কিরণ পড়ে। আর সঠিকভাবে সূর্যের রশ্মি পাওয়ার জন্যই তিনি ওই বিলাসবহুল বাড়ির ২৭ তলায় থাকার সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, অ্যান্টিলিয়ার ২৭ তলায় হঠাৎ করে কেউ প্রবেশ করতে পারেন না। বরং আম্বানি পরিবারের নিকটজনেদেরই সেখানে যাওয়ার সুযোগ থাকে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মুকেশ আম্বানির এই প্রাসাদোপম বাড়িতে প্রায় ৬০০ জন কাজ করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁদের বেতন হল কয়েক লক্ষ টাকা। পাশাপাশি, অ্যান্টিলিয়াতে একাধিক বিলাসবহুল সুবিধা রয়েছে। যার জন্য রয়েছে পৃথক পৃথক জায়গাও। যেখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিনোদনমূলক কাজকর্মের জন্যেও আলাদা ক্ষেত্র বরাদ্দ রয়েছে।