বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে হাতে একেবারে ঠাসা কর্মসূচি শাসক-বিরোধী উভয় পক্ষের। তাই এক বছর সময় থাকলেও এখন থেকেই নির্বাচনী রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল মার্চের শেষের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এবার জানা যাচ্ছে, বিশেষ কারণে এই ‘শাহী’ সফর বাতিল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অমিত শাহর (Amit Shah) সফর বাতিলের কারণ কী?
বাংলায় অমিত শাহ (Amit Shah) আপাতত মার্চের সফর বাতিল করে দিয়েছেন। এবার একথা জানালেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন আমিত শাহর এই সফর বাতিলের কারণ হলো ইদ। সুকান্ত বাবু জানালেন ইদকে সম্মান জানাতেই মার্চের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জানা যাচ্ছে,আগামী বছর আসন্ন নির্বাচনকে সামনে রেখেই কর্মীদের সঙ্গে বৈঠক করতে মার্চের শেষে পশ্চিমবঙ্গে আসার কথা ছিল অমিত শাহর (Amit Shah)। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।গত রবিবার সেই জল্পনায় শিলমোহর দিয়েছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: ‘আপনারা ভাল থাকবেন..,’ হঠাৎ কেন একথা বললেন মুখ্যমন্ত্রী?
মার্চের শেষ দিকে অমিত শাহ বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল ২৯ মার্চ বাংলায় আসতে চলেছেন শাহ। ৩০ মার্চ দিনভর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠা করার কথা ছিল তাঁর। তবে প্রকাশ্যে সভা করার কথা ছিল না তাঁর।
তবে শেষ পর্যন্ত তাঁর এই সফর বাতিল করতে হচ্ছে। শনিবার অমিত শাহর এই সফর বাতিলের কথা জানিয়ে সুকান্ত মজুমদার বলেছেন,’মার্চে অমিত শাহর বাংলা সফর বাতিল হয়েছে। ৩১ তারিখ ইদ রয়েছে। তারই সম্মানে এই সফর তিনি বাতিল করেছেন। কবে উনি আসবেন, সেটা আমরা জানিয়ে দেব। আগামিদিনে নির্বাচন রয়েছে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।’