বাংলা হান্ট ডেস্ক: এবার PNB (Punjab National Bank)-র গ্রাহকদের জন্য বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য একটি সতর্কতা জারি করেছে।
গ্রাহকদের সতর্ক করল PNB (Punjab National Bank):
ওই ব্যাঙ্ক (Punjab National Bank) তার গ্রাহকদের স্পষ্ট জানিয়েছে যে তাঁরা যদি আগামী ১২ অগাস্টের মধ্যে তাঁদের অ্যাকাউন্টের KYC আপডেট না করেন সেক্ষেত্রে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ব্যাঙ্ক আরও বলেছে যে, KYC আপডেট করা সেই সমস্ত গ্রাহকদের জন্য প্রয়োজনীয় যাঁদের ৩১ মার্চ, ২০২৪-এর মধ্যে KYC আপডেট করতে হলেও এখনও তা করা হয়নি।
বিবৃতি জারি করেছে PNB: ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুক্রবার একটি বিবৃতি জারি করেছে PNB। যেখানে ব্যাঙ্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, “ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশিকা মেনে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), যেটি দেশের অন্যতম শীর্ষ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, গ্রাহকদের অনুরোধ করছে তাদের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করতে। ১২.০৮.২০২৪ তারিখের মধ্যে গ্রাহকদের (KYC) আপডেট করতে বলা হয়েছে। এটি শুধুমাত্র সেই গ্রাহকদের জন্য প্রযোজ্য যাঁদের অ্যাকাউন্টগুলি ৩১.০৩.২০২৪-এর মধ্যে KYC আপডেটের জন্য বাকি ছিল।”
আরও পড়ুন: আম্বানির “বিপদ” বাড়াচ্ছেন আদানি! যেকোনও মুহূর্তে মিলবে সেরার শিরোপা, ফের তৈরি হবে নজির
এইভাবে KYC আপডেট করতে পারেন: ব্যাঙ্ক আরও বলেছে যে গ্রাহকেরা PNB (Punjab National Bank) ওয়ান অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অথবা ইমেল/পোস্টের মাধ্যমে বা ১২ অগাস্ট ২০২৪ পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এটি করতে পারেন। PNB জানিয়েছে, “নির্ধারিত সময়ের মধ্যে KYC ডিটেলস আপডেট করতে ব্যর্থ হলে অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।”
আরও পড়ুন: এবার বিরাট ঝটকা খাবে Jio-Airtel! এই শহরগুলিতে মিলবে BSNL-এর 5G পরিষেবা, চলছে প্রস্তুতি
ডিজিটাল KYC আপডেটের জন্য RBI-র নির্দেশিকা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের শাখায় না গিয়ে KYC ডিজিটালভাবে আপডেট করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কিছু নির্দেশিকা রয়েছে। RBI-র সার্কুলার অনুসারে, “ব্যাঙ্কগুলি বিভিন্ন নন-ফেস-টু-ফেস চ্যানেল যেমন রেজিস্টার্ড ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর, এটিএম, ডিজিটাল চ্যানেল (যেমন অনলাইন ব্যাঙ্কিং/ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে) পোস্ট ইত্যাদির মাধ্যমে ডিক্লারেশনের সুবিধা প্রদান করেছে। যার ফলে ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন নেই।”