হয়ে গিয়েছে বিরাট কেলেঙ্কারি! এবার মুসলিমদের কাছে ক্ষমা চাইবে শ্রীলঙ্কা সরকার, চমকে দেবে কারণ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শ্রীলঙ্কা (Sri Lanka) সরকারের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, করোনার মতো ভয়াবহ মহামারীতে প্রাণ হারানো মুসলিম ব্যক্তিদের জোরপূর্বক দাহ করার জন্য আনুষ্ঠানিকভাবে দেশের মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবে সরকার। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কা (Sri Lanka) সরকার স্বাস্থ্য উদ্বেগের কারণে করোনা মহামারীর সময় একটি বিতর্কিত শবদাহ নীতি প্রয়োগ করেছিল।

মুসলমানদের কাছে ক্ষমা চাইবে শ্রীলঙ্কা (Sri Lanka) সরকার:

মূলত, ২০২০ সালে শ্রীলঙ্কায় (Sri Lanka) করোনা আক্রান্তদের দাহ করার জন্য একটি বাধ্যতামূলক আদেশ জারি করা হয়েছিল। যার কারণে মুসলিম এবং অন্যান্য অনেক সংখ্যালঘু সম্প্রদায় শেষকৃত্যের সময়ে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হয়। এমতাবস্থায়, ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার মধ্যে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই আদেশটি প্রত্যাহার করা হয়েছিল।

   

আইন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জানা গিয়েছে যে, গত সোমবার একটি বৈঠকে শ্রীলঙ্কার (Sri Lanka) মন্ত্রিসভা ২০২০ সালের মার্চ মাসে আরোপিত আদেশের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই বিষয়টি একটি ক্যাবিনেট নোট অনুসারে জানা গিয়েছে। যেখানে বলা হয়েছে, মন্ত্রিসভা সরকারের পক্ষ থেকে সকল সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি এই ধরণের বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি রোধে আইন প্রণয়নের সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।

For this reason, the government of Sri Lanka will apologize to the Muslims.

বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার (Sri Lanka) মন্ত্রিসভা ধর্মের ভিত্তিতে মৃতদেহ কবর বা দাহ করার একটি প্রস্তাবিত আইন অনুমোদন করেছে। পাশাপাশি, সেখানে এমন একটি আইন আনার আহ্বান জানানো হয়েছে যেটিতে একটি নির্দিষ্ট ব্যক্তি বা আত্মীয়দের মৃত ব্যক্তিকে কবর বা দাহ করা হবে কিনা তা বেছে নেওয়ার অনুমতি দেবে।

আরও পড়ুন: নবদ্বীপের যুবককে বিয়ে করতে ব্রাজিলের যুবতী করলেন অভিনব কাণ্ড! শুনে হাঁ নেটিজনরা

“২৭৬ জন মুসলমানের দাহ”: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শ্রীলঙ্কার (Sri Lanka) মুসলিম সম্প্রদায় জোরপূর্বক দাহনীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং কেউ কেউ তাঁদের প্রিয়জনের মৃতদেহ হাসপাতালের মর্গে রেখেছিল। ওই সম্প্রদায়ের সদস্যরা বলেছিলেন তাঁদের প্রিয়জনদের দেহ পোড়ানোর অনুমতি দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে অজান্তেই দেহ দাহ করা হয়েছিল।

আরও পড়ুন: বাজেটের একটি ঘোষণাতেই হইচই দেশজুড়ে! সোনার দাম আচমকাই কমল ৪,০০০ টাকা, সস্তা হল রুপোও

এদিকে, ইসলাম ধর্মে মৃতদেহ দাহ করা নিষিদ্ধ। যদিও, ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই আদেশ প্রত্যাহার করার আগে, শ্রীলঙ্কায় (Sri Lanka) ২৭৬ জন মুসলমানকে দাহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। কারণ, শ্রীলঙ্কা সরকার স্বাস্থ্য উদ্বেগ উল্লেখ করে কবরের অনুমতি দেওয়ার দাবির বিরোধিতা করেছিল। সরকার তখন কিছু বিশেষজ্ঞের মতামত উদ্ধৃত করে দাবি করেছিল যে করোনা আক্রান্তদের কবর দেওয়া হলে তা জলের স্তরকে দূষিত করবে। যা মহামারীকে আরও ছড়িয়ে দেবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর