Jio-Airtel-Vi-র মতো কোম্পানিগুলিকে ৩৫ কোটি টাকার জরিমানা করল TRAI, কারণ জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার টেলিকম রেগুলেটরি অথরিটির (Telecom Regulatory Authority of India, TRAI) তরফে টেলিকম সংস্থাগুলিকে প্রায় ৩৫ কোটি টাকার জরিমানা করা হয়েছে।

মূলত, Jio, Airtel এবং Vodafone Idea-র মতো টেলিকম সংস্থাগুলিকে ফ্রড কল এবং মেসেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই কোম্পানিগুলি এই কাজে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর ওই কারণেই সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জরিমানা করেছে TRAI।

বিপুল অঙ্কের জরিমানা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, TRAI সমস্ত টেলিকম সংস্থাকে ফ্রড কল এবং মেসেজ বন্ধ করার ক্ষেত্রে একটি ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার নির্দেশ দিয়েছিল। যাতে গ্রাহকরা এই ফ্রড কল এবং মেসেজের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু এই কোম্পানিগুলি তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

কি জানিয়েছে সরকার: এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছেন যে, টেলিকম অপারেটরদের পক্ষ থেকে নিয়ম লঙ্ঘন করে ফ্রড কল এবং মেসেজ করার জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রিপোর্ট অনুসারে, ২০২১ সালে, টেলিকম অপারেটরদের দ্বারা ১৫,৩৮২ টি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২০২২ সালে ৩২ হাজার ৩২টি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করা হয়েছে। এছাড়াও, ফ্রড কল এবং মেসেজ প্রতিরোধে ব্যর্থতার কারণে সংস্থাগুলিকে ৩৪.৯৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

For this reason, TRAI fined companies like Jio-Airtel-Vi

সময় দেওয়া হয়েছিল দু’মাস: এদিকে, একটি সার্ভে রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক বছরে ভুয়ো মেসেজ এবং কলের সংখ্যা বেড়েছে। এগুলি প্রতিরোধ করার জন্য, TRAI সম্প্রতি টেলিকম প্রোভাইডারদের প্রোমোশনাল কল এবং মেসেজের জন্য গ্রাহকদের কাছ থেকে সম্মতি পাওয়ার ক্ষেত্রে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দু’মাস সময় দেয়। যদিও, তাতে কোনো লাভ হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর