বাংলাহান্ট ডেস্ক : দীঘা (Digha) প্রত্যেক বাঙালির কাছে প্রথম পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা। রাজ্যে ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন দীঘাকে তিনি গোয়ায় পরিণত করবেন। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। এছাড়াও দীঘায় সরকারের উদ্যোগে তৈরি করা হচ্ছে আরো একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু।
এবার দীঘায় আসতে চলেছে প্রমোদতরী। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ‘এমভি নিবেদিতা’ নামের প্রমোদতরী পরিষেবা শুরু করতে চলেছে। পর্যটকদের কাছে দীঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে সরকার এর আগে নানান উদ্যোগ নিয়েছে। এগুলির মধ্যে রয়েছে জগন্নাথ মন্দির, পাঁচ তারা হোটেল। এবার দীঘার মুকুটে নতুন পালক যোগ করবে এই প্রমোদতরী। প্রমোদতরীতে চেপে দর্শকরা সমুদ্র অভিযান করতে পারবেন।
মেরিন ড্রাইভ ধরে দীঘা থেকে শৌলা পর্যন্ত মোট ২৯ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যাবে। এই প্রমোদতরীতে চেপে দর্শকরা উপভোগ করতে পারবেন সমুদ্রের অপরূপ দৃশ্য। এছাড়াও এই প্রমোদতরীতে থাকবে নানান বিনোদনের ব্যবস্থা। এই প্রমোদতরীতে থাকবে রেস্তোরাঁ। এছাড়াও এখানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শঙ্করপুরের ন্যায়কালী মন্দিরের লাগোয়া সি বিচ থেকে ছাড়বে এই প্রমোদতরী। দীঘা, মন্দারমণি সহ সমুদ্রের খাড়ি অঞ্চলগুলি দেখা যাবে এই প্রমোদতরী থেকে।
জানা যাচ্ছে এই পরিষেবা শুরু হতে পারে পুজো থেকে। জানা গিয়েছে এই বিষয়ে যাবতীয় প্রক্রিয়া প্রায় শেষের দিকে। দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছেন, “মনে করা হচ্ছে এই পরিষেবা দীঘায় আরো বেশি পর্যটককে আকর্ষণ করবে। চেষ্টা করা হচ্ছে পুজোর আগে এই পরিষেবা শুরু করে দেওয়ার। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হবে বলে আমাদের বিশ্বাস।”