বাংলা হান্ট ডেস্ক : উন্নাও ধর্ষণ ও খুন মামলায় আদালতের রায়ে তিন দিনের রেহাই মিললেও শুক্রবার অবশেষে দোষী সাব্যস্ত হলেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। শুক্রবার উন্নাও ধর্ষণ ও মামলায় দোষী সাব্যস্ত হয়ে দিল্লির তিস হাজারি আদালতের তরফে কুলদীপ সিঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের কথা ঘোষণা করা হয়। তবে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডই নয় একই সঙ্গে তাঁকে পঁচিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে10 লক্ষ টাকা দিতে হবে নির্যাতিতাকে।
2017 সালের জুন মাসে এক নাবালিকাকে প্রথমে উন্নয়ের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। অনেক ধরে তাঁর শাস্তির দাবি জানানো হয়েছিল যদিও বহু সময় কেটে যায় কিন্তু এরই মধ্যে ঘটনাচক্রে নির্যাতিতা নানান ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন। আর এরই মধ্যে নিজের বাবাকেও হারিয়েছেন নির্যাতিতা তার পর কাকিমা ও বোনকেও হারিয়েছেন এরপর নিজেও মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন ওই নির্যাতিতা।
এমনকি ওই ঘটনাতেও কুলদীপ সেঙ্গারের যোগ রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল। অবশেষে টানা দু বছর পর এই মামলায় দোষী সাব্যস্ত করল দিল্লি আদালত, যদিও সিবিআইয়ের তরফে তাঁর বিরুদ্ধে যাবজ্জীবন সাজার আবেদন করা হয়েছিল। শুক্রবার আদালতে শুনানির সময় বিচারক জানান জনপ্রতিনিধি হিসেবে মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে সেঙ্গার।
এমনকি তিনি নাকি ধর্ষিতাকে নানা ভাবে ভয় দেখিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। উন্নাও ধর্ষণ কাণ্ডের পর উত্তাল হয়েছিল গোটা রাজ্য। তখনই জনরোষের মুখে পড়ে কুলদীপ সেঙ্গার ও তাঁর ভাই ছাড়া আরও দুজনকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও ওই ঘটনার জন্য সুপ্রিম কোর্টে রঞ্জন গগৈয়ের উদ্দেশে চিঠি লেখেন। এর পর গত সোমবার তিস হাজারি কোর্টে দোষী সাব্যস্ত হন সেঙ্গার।