বড় পরিবর্তন উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে, নির্দিষ্ট দুটি নথি না থাকলে দেওয়া যাবে না পরীক্ষা

বাংলাহান্ট ডেস্ক : একাদশ শ্রেণিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সাথে সাথে জমা দিতে হবে আধার কার্ড ও জাতিগত শংসাপত্রর প্রতিলিপি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নিয়মে সমস্যা পড়েন অনেক উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয় যে সকল ছাত্র-ছাত্রী আগামী ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের ক্ষেত্রে একাদশ শ্রেণীতে থাকাকালীন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় আধার কার্ড ও জাতিগত শংসাপত্রর প্রতিলিপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

এই নির্দেশিকা জারি হওয়ার পর দেখা দেয় এক অন্য সমস্যা। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে থাকে যদি কোন ছাত্র-ছাত্রীর আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কি হবে? আসলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভেবেছিল করোনার টিকা নেওয়ার সময় যেহেতু আধার কার্ড বাধ্যতামূলক ছিল সেহেতু প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ইতিমধ্যেই আধার কার্ড রয়েছে। কিন্তু পরে দেখা যায় এমন বহু ছাত্র-ছাত্রী রয়েছেন যাদের এখনো আধার কার্ড হয়নি।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন, “অনেক স্কুল আমাদের কাছে জানায় যে বহু ছাত্র-ছাত্রীর এখনও আধার কার্ড হয়নি। যাতে উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কোন অসুবিধা না হয় তাই এই মুহূর্তেই আমরা আধার কার্ড ও জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক করছি না।”965461 students

পাশাপাশি সংসদ সভাপতির বক্তব্য, বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত যে ছাত্রছাত্রীরা আগামী ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তার আগে ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ড ও জাতিগত শংসাপত্র প্রতিলিপি জমা দেওয়া বাধ্যতামূলক। তাই আমাদের অনুরোধ প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ২০২৪ সালের মধ্যেই নিজেদের আধার কার্ড করিয়ে নেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর