ছাত্রছাত্রীদের ৫০ হাজার করে টাকা দেবে কেন্দ্র সরকার, এভাবে আবেদন করে পেয়ে যান সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম স্কলারশিপ এর সুযোগ পেয়ে থাকেন। এরমধ্যে একটি স্কলারশিপ স্কিম সম্পর্কে আপনাদের বলব যাতে আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। তবে শুরুতেই জানিয়ে রাখা ভালো এই স্কলারশিপটি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য। বিশেষভাবে সক্ষম যে সকল প্রার্থীরা কারিগরি শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চায় তাদের জন্য এক নতুন স্কলারশিপ স্কিম এনেছে সরকার।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শারীরিকভাবে প্রতিবন্ধী কারিগরি পড়ুয়াদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপটি প্রদান করে থাকে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৩১ অক্টোবর এর মধ্যে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে। জানা গেছে এই স্কলারশিপের অধীনে প্রতিবছর যোগ্য পড়ুয়াদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। ত্রিশ হাজার টাকা টিউশন ফি ও অন্যান্য পড়াশোনার সামগ্রি কেনার জন্য দেওয়া হবে।দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য দেওয়া হবে অতিরিক্ত কুড়ি হাজার টাকা।

স্কলারশিপ গ্রহণের যোগ্যতা:

• স্কলারশিপ পেতে গেলে পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
• AICTE অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিপ্লোমা বা ডিগ্রী কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের পড়ুয়া হতেই হবে।
• ন্যূনতম ৪০ শতাংশ প্রতিবন্ধীকতার শংসাপত্র থাকতে হবে।
• আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।
• পড়াশোনা চলাকালীন পড়ুয়া অন্যান্য সরকারি কোনো বৃত্তির আবেদন করতে পারবে না।

modi money 2

আবেদন পদ্ধতি:

• scholarship.gov.in- এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
• এরপর New Registration এ ক্লিক করে শর্তাবলীর উপর সম্মতি জানিয়ে ক্লিক করতে হবে।
• এরপর মোবাইল নম্বর দিতে হবে।otp পেয়ে গেলে apply অপশনে ক্লিক করতে হবে।
• তারপর “সক্ষম স্কলারশিপ ২০২২” এ গিয়ে আবেদন করতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর