গ্রামের মহিলাদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল মোদী সরকার! কর্মসংস্থান হতে চলেছে 30 লক্ষ 75 হাজার গ্রামীণ মহিলার

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দেশের বেকারত্ব ঘোচাতে এবার মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এ বার সেই উদ্যোগকে সফল করতে দ্বিতীয় জমানায় মোদী সরকার কর্মসংস্থান প্রকল্পের আরও জোর দিতে চলেছেন আর এতেই উপকৃত হতে চলেছেন 30 লক্ষ 75 হাজার গ্রামীণ মহিলারা। জনশক্তি মন্ত্রকের তরফ থেকেই এই প্রকল্পের আওতায় গ্রামীণ মহিলাদের নিয়োগ করা হবে।pm modi during swachhta hi seva programme 4bee50ac d5e9 11e9 98d7 43b78744c7ea

দেশের 7 লক্ষ পঞ্চাশ হাজার গ্রাম থেকে মহিলাদের নেওয়া হবে, মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এ কথা জানিয়েছেন। দেশের বিভিন্ন গ্রাম অবধি পানীয় জলের সমস্যা হয়েছে। আর এই পানীয় জলের সমস্যার জন্য ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ তাই পানীয় জলের সমস্যার সমাধান করতে গ্রামাঞ্চলের মহিলাদের কাজে লাগানো হবে। জলের শুদ্ধতা পরীক্ষা করা সহ একাধিক কাজে তাদের যুক্ত করা হবে।

যদিও তাদের কর্মক্ষেত্রে নিয়োগ করার আগেপ্রশিক্ষণ নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, যেহেতু দেশে কর্মসংস্থানের একটা সমস্যা রয়েছে তাই বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে। গোটা বিশ্বের হিসেবে দেখতে গেলে ভারতের মহিলাদের কর্মসংস্থান একেবারে তলানিতে তাই এই ব্যাপারে বিশেষ দৃষ্টিপাত করেছে কেন্দ্র।


সম্পর্কিত খবর