বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে পরিবর্তনের হাওয়া বওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত কলেজগুলিতেও এসএফআই এর বদলে টিএমসি জায়গা পেয়েছিল। ঠিক সেই সময়েই প্রেসিডেন্সি কলেজের ছাত্র সংগঠন টিএমসিপির অধীনে চলে যায়, তবে দীর্ঘ এক দশক পর আবারও ক্ষমতায় ফিরতে চলেছে এসএফআই তাই বৃহস্পতিবার ক্যাম্পাস চত্বরে অকাল হোলি উত্সবে মেতে উঠল পড়ুয়ারা।
জানা গিয়েছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং আইসি পদের জন্য এসএফআই 58, 50 আসনে এগিয়ে রয়েছে তাই এ বার যদি শেষ অবধি এই ধারা বজায় রাখতে পারে সে ক্ষেত্রে দীর্ঘ নয় বছর পর আবারও প্রেসিডেন্সি কলেজের ছাত্র পরিষদ এসএফআই দখল করে নেবে। আস্তে আস্তে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ভোট উঠে গিয়েছিল।
যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভোট ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তার পরেই আড়াই বছর পর প্রেসিডেন্সিতে ছাত্র সংসদ ভোট হচ্ছে আর যা নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। আড়াই বছর পরেই একেবারে ভোটের ময়দানে ছক্কা হাঁকিয়েছে এসএফআই। দু দুটি আসনে জয়ী হয়েছে ছাত্র পরিষদ আর তাতেই পড়ুয়াদের মধ্যে উত্তেজনার শেষ নেই।
তবে শুধুমাত্র সি আর বা আই নয় সেন্ট্রাল প্যানেলের সভাপতি সহ সভাপতি জিএস এজিএস সব পদেই এসএফআই এগিয়ে রয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, ফলাফল দেখেই বোঝা যাচ্ছে আমরা ছাত্রছাত্রীদের পাশে রয়েছি। আমাদের আশা ভবিষ্যতে পড়ুয়াদের অধিকারের জন্য লড়াই করব।