বাংলা হান্ট ডেস্ক : বিশ্বের সেরা ক্ষমতাশালী মহিলাদের নিয়ে প্রতিবছরই তালিকা প্রকাশ করে ফোর্বস। এবারেও ব্যতিক্রম রইলনা। সম্প্রতি ফোর্বসের তরফে সেই তালিকা প্রকাশ করা হয়েছে আর ফোর্বসে এবার প্রথম জায়গা পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এককথায় প্রথমবার নাম তুলেই বাজিমাত করেছেন তিনি। বিশ্বের ক্ষমতাশালী মহিলাদের মধ্যে ৩৪ নম্বরে নাম রয়েছে তাঁর।
আর তাই রানী এলিজাবেথের থেকেও এগিয়ে তিনি। যদিও প্রথম স্থানে রয়েছে জার্মানির চ্য়ান্সেলর এঞ্জেলা মর্কেল। দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের সভাপতি খ্রিস্টিন লিগারডি। অন্যদিকে ফোর্বসের তালিকায় নির্মলার থেকে কয়েককদম এগিয়ে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁর স্থান ২৯ নম্বরে। নারীশক্তির প্রতিভূ হিসেবে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছেন দেশ বিদেশের এই সমস্ত মহিলারা। তবে নির্মলা সীতারমন কিন্তু ইতিমধ্যেই দেশের আর্থনীতি নিয়ে নেটিজনেদের কবলে পড়েছেন তা সত্ত্বেও এভাবে ফওর্বেসর তালিকায় স্থান পাওয়া নিয়ে জোর চর্চা দেশের অন্দরে।
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একসময়ে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন কোমর বেঁধে।ক্ষমতাশালী মহিলাদের পিছনে ফেলে তিনি এগিয়ে গেছেন। আর সেই তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা
অন্যদিকে ফোর্বসের ক্ষমতাশালী মহিলাদের জায়গায় স্থান পেয়েছেন যাঁরা তাঁদের মধ্যে অন্যতম হলেন- স্পিকার ন্যান্সি পালোসি। রোশনি নদর মালহোত্রা, কিরন মজুমদার-শ-ও, সুইডিশ তরুণী পরিবেশ সচেতক গ্রেটা থুনবার্গ (১০০)।