বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকা প্রকাশ করল ফোর্বস । আর সেই তালিকায় নাম রয়েছে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman)। তালিকায় ৪১ নম্বরে নাম রয়েছে তাঁর। এছাড়া আরও দুই ভারতীয় এই তালিকায় ঠাই পেয়েছেন। তারা হলেন এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা এবং বায়োকন ফাউন্ডার কিরণ মজুমদার সাউ।
এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি টানা ১০ বছর ধরেই এই তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রধান ক্রিস্টিন লাগার্দে ও তৃতীয় স্থানে আমেরিকার ভাবি উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।
Announcing the World’s 100 Most Powerful Women of 2020: https://t.co/fSEkDPz9Nh #PowerWomen pic.twitter.com/8u6uB1LTYI
— Forbes (@Forbes) December 8, 2020
রোশনি নাদার মালহোত্রা ফোর্বস তালিকার ৫৫ তম স্থানে রয়েছেন। বর্তমানে তাঁর এইচসিএল কোম্পানির ভ্যালুয়েশন ৮.৯ বিলিয়ন মার্কিন ডলার। গত জুলাই মাসেই বাবার থেকে এইচসিএলের দায়িত্ব নেন রোশনি। অন্যদিকে, তালিকায় ৬৮ তম স্থানে রয়েছেন কিরণ মজুমদার সাউ। তিনি বায়োকন বায়োফার্মাসিউটিকাল কোম্পানির কর্মধার। মালিয়েশিয়ার জহর এলাকায় এশিয়ার সবচেয়ে বড় ইনসুলিন ফ্যাক্টরি রয়েছে এই কোম্পানির এবং এখনও পরজন্তি ৩০০ কোটি ইনসুলিনের ডোজ তারা বিক্রি করেছে। এছাড়া ভারতে একটি করোনা ভ্যাকসিনের চতুর্থ পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে তারা।
এই প্রসঙ্গে ফোর্বসের প্রসঙ্গে বলা হয়েছে, ‘এই তালিকায় ১০ জন রাষ্ট্রপ্রধান, ৩০ জন সিইও এবং ৫ জন শিল্পী রয়েছেন। তাদের বয়স, নাগরিকত্ব, কাজ, সব আলাদা। কিন্তু এই বছর তারা নানা চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের এগিয়ে নিয়ে গিয়েছেন। এখানেই তাদের মধ্যে মিল।’