ভারতের সবথেকে পাওয়ারফুল মহিলা নির্মলা সীতারমণ, বিশ্বের শক্তিশালী মহিলাদের তালিকা প্রকাশ Forbes-র

বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক মহলে জয়জয়াকার ভারতের (india)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পেলেন এক অনন্য সম্মান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় জায়গা করে নিলেন নির্মলা সীতারামন। এমনটাই জানা গিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস (Forbes) সূত্রে।

এটাই প্রথমবার নয়, এই নিয়ে তিনবার ফোর্বসের পক্ষ থেকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় উঠে এলেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার এই তালিকায় ৩৭ তম স্থানে উঠে এল নির্মলা সীতারামনের নাম। যার ফলে খ্যাতির শীর্ষে আরও একধাপ এগিয়ে গেল ভারতবর্ষ।

Nirmala Sitharaman 02

বিশ্বের ১০০ জন সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকায় সর্বপ্রথম স্থান দখল করে নিয়েছেন ম্যাকেঞ্জি স্কট। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ তথা আমাজন গ্রুপের মালিক জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী হলেন ম্যাকেঞ্জি স্কট।

এই তালিকায় ম্যাকেঞ্জি স্কটের পরেই জায়গা করে নিয়েছেন আমেরিকার উপ রাষ্ট্রপতি তথা ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এই তালিকায় আবার ৮৮ তম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন ভারতের সপ্তম মহিলা কোটিপতি এবং সবচেয়ে ধনী স্ব-নির্মিত কোটিপতি Nykaa-র ফাউন্ডার তথা সিইও ফাল্গুনি নায়ার।

ফোর্বসের এই তালিকায় ৭২ তম স্থানে জায়গা পেয়েছেন Biocon এর ফাউন্ডার তথা এক্সজিকিউটিভ কিরণ মজুমদার শা। আবার ৫২ তম স্থান দখল করে নিয়েছেন HCL Technologies- এর চেয়ারপার্সন রোশনি নায়ার। তবে এই তালিকায় আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেনকে (Janet Yellen) হারিয়ে তাঁর থেকে দুধাপ উপরে উঠে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে ৩৭ তম স্থানে রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Smita Hari

সম্পর্কিত খবর