জম্মু কাশ্মীরে ব্যাপক সফলতা পেলো সেনা, ধ্বস্ত হল লস্করের দুটি আস্তানা

বাংলা হান্ট ডেস্কঃ সেনার (Indian Army) দুটি সংযুক্ত দল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় বরুদ আর বারসোতে লস্করের (Lashkar-e-Taiba) দুটি আস্তানার পর্দাফাঁস করে। লস্করের ওই আস্তানা গুলো থেকে প্রচুর পরিমাণে অস্ত্রের সাথে সাথে অনেক আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়। সেনার ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এর ১৩০ ব্যাটেলিয়ান এবং অবন্তীপোরা পুলিশের সংযুক্ত দল এই অভিযানকে সফল করে। জানিয়ে দিই, পুলিশ খবর পেয়েছিল যে, অবন্তীপোড়ার বরুদ আর বারসো এলাকায় লস্করের জেহাদিরা আস্তানা গেঁড়ে রেখেছে। সেই সূচনা পাওয়ার পর সেনার ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এর ১৩০ ব্যাটেলিয়ান এবং অবন্তীপোরা পুলিশ এলাকায় বুধবার রাতে তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশি অভিযানে বৃহস্পতিবার সেনার সংযুক্ত দল লস্করের দুটি আস্তানা খুঁজে পায়। সংযুক্ত দল সেই আস্তানাকে ধ্বস্ত করে দেয়। সেখান থেকে একে-৪৭ রাইফেল ১৯১৮ টি গুলি, দুটি গ্রেনেড, একটি ইউজিবিএল থ্রোবার, চারটি ইউজিবিএল, অ্যামোনিয়াম নাইট্রেট এর মতো বিষাক্ত পদার্থ এর সাথে সাথে কিছু আপত্তিজনক সামগ্রী পাওয়া যায়। এর সাথে সাথে ৫ হাজার ৪০০ টাকা নগদ, বাসনপত্র, গ্যাস স্টোভ, গ্যাস সিলেন্ডার আর অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর