দশ বছর আগে শ্রীলঙ্কান ক্রিকেট দল যখন পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল তখন শ্রীলঙ্কান ক্রিকেট বাসের ওপর জঙ্গি হামলা হয়েছিল। তারপর থেকে আর কোন দেশ পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজি হয়নি। পাকিস্তান বোর্ড ক্রিকেট খেলুয়ে সকল দেশের কাছে আবেদন করেছিল পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য কিন্তু কোন দেশ পাকিস্তানে কথায় সাড়া দেয়নি। অবশেষে সেই শ্রীলঙ্কায় দীর্ঘ দশ বছর পর পাকিস্তান সফর করে এসেছে আর তারপর পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেল পাকিস্তানের অপকর্মের কথা। পাকিস্তান খেলতে আসার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিদেশি ক্রিকেটারদের যে ঘুষ দেয় সেটাই প্রকাশ্যে বলে ফেললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান এনসান মানি বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে আগে যারা ক্ষমতায় ছিল তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে পাকিস্তান সফরে আনার জন্য প্রত্যেক ক্রিকেটারকে 25 হাজার মার্কিন ডলার করে অতিরিক্ত অর্থ দিয়েছিল। তবে আমরা ঠিক করেছি এখন থেকে আর কোনো বিদেশি দলকে পাকিস্তান সফরে আসার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হবে না। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে পাকিস্তান সফরে আসার জন্য আগে প্রত্যেক দলকে বেশি পরিমাণে অর্থ দেওয়া হতো অর্থাৎ ঘুষ দিয়ে তারা পাকিস্তানে খেলতে আসতে রাজি করাতো।
এই বছরের এশিয়া কাপ আয়োজিত হবার কথা ছিল পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে বেঁকে বসে বিসিসিআই, তারা সরাসরি আইসিসিকে জানিয়ে দেয় যদি পাকিস্থানে এশিয়া কাপ আয়োজিত হয় তাহলে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে ভারতীয় দল। আর তারপরেই এই ব্যাপারে কথা বলতে গিয়ে ঘুষ প্রসঙ্গ বলে ফেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এনসন মানি।