আজ থেকেই বাংলায় কমলো দাম, দেখুন কোন বিলিতি মদের মূল্য কত হল

বাংলাহান্ট ডেস্কঃ সুরাপ্রেমীদের জন্য সুখবর, মঙ্গলবার থেকেই কমে গেল বিলিতি মদের (foreign liquor) দাম। প্রতিশ্রুতি মত, আজ থেকেই এই নতুন দাম ধার্য করা হল রাজ্যে। যার ফলে দোকানের বাইরে লম্বা লাইন পড়তে দেখা গেল সুরাপ্রেমীদের।

পূর্বেই ঘোষণা করা হয়ে গিয়েছিল, আগামী ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে কমতে চলেছে বিলিতি মদের দাম। এবিষয়ে শুক্রবার আবগারি দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ডিলাররা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (বেভকো)-এর পোর্টাল থেকে মদের বিক্রি মূল্য জানতে পারবেন ডিলালরা।

liquor

পাশাপাশি সূত্র মারফত আরও জানা গিয়েছিল, আগামী কয়েকদিন নতুন করে বিলিতি মদ সরবরাহ করা হয়নি কোন ডিলারকেই। কারণ, এইসময়ের মধ্যে পুরনো স্টকের মদের বোতলে নতুন করে দাম ফেলা হচ্ছিল। আর নতুন দাম ধার্য হওয়ার পরই তা তুলতে পারে ডিলাররা।

একনজরে দেখে নিন রাজ্যে কিছু কিছু বিলিতি মদের নতুন দাম কত হয়েছে-

বাডওয়েইজার প্রিমিয়াদের দাম ১৪৫ টাকা।

কার্লসবার্গ স্মুথ প্রিমিয়ামের দাম ১২০ টাকা।

ফস্টার্সের দাম ১০৫ টাকা।

হেওয়ার্ডস ৫০০০-র দাম ১২০ টাকা।

হেইনিকেনের দাম ২২০ টাকা।

কিংফিশার স্ট্রং প্রিমিয়ামের দাম ১২০ টাকা।

টিউবর্গ ক্লাসিকের দাম ১৩৫ টাকা।

ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভ সিলেক্ট রামের ১৮০ মিলির দাম ১৮০ টাকা, ৩৭৫ মিলির দাম ৩৫০ টাকা, ৭৫০ মিলির দাম ৬৭০ টাকা।

অফিসার্স চয়েস ডিলাক্সের ৮০ মিলির দাম ১৩০ টাকা, ৩৭৫ মিলির দাম ২৫০ টাকা, ৭৫০ মিলির দাম ৫০০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর