ইতিহাস তৈরির পথে ISRO, ভারতের সাফল্য কামনায় গোটা বিশ্ব! প্রশংসা ব্রিটেন, চীনেরও

বাংলা হান্ট ডেস্ক : ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে পাড়ি দিয়েছে মহাকাশে। সফল হল উৎক্ষেপণ। ইতিমধ্যেই পৃথিবীর পাশের অর্বিটে সফলভাবে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। এবার শুরু হবে চাঁদের (Moon) পথে পাড়ি।

ইসরোর (ISRO) প্ল্যান অনুযায়ী আগামী ২৩ অগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩। লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। আজ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত (India)। পুরো বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর ইতিহাস গড়ে ফেলবে আমাদের দেশ।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে। এর আগেও সবচেয়ে কম খরচে মঙ্গলযান পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছিল ভারত। চন্দ্রযান ২-এর খরচও ছিল নামমাত্র। এবার তো গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ৩। উদ্দেশ্য, আরো গভীরভাবে চাঁদকে চেনা এবং জানা। বলা হচ্ছে, ভারতের এই মিশন যদি সফল হয় তাহলে মহাকাশের অনেক অজানা রহস্যের উদঘাটন হবে ভারতীয় বিজ্ঞানীদের সামনে।

আমেরিকান নিউজ চ্যানেল সিএনএনও ভারতের প্রশংসা করে লিখেছে, ‘সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি এটি। মহাকাশে ভারতের আরো একটি ঐতিহাসিক অভিযান হতে চলেছে এটি।’ প্রসঙ্গত উল্লেখ্য, এই মিশনের সবচেয়ে জটিল স্টেপ হল চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করা। এবার বিজ্ঞানীরা সেই বিষয়টির দিকে বিশেষ নজর দিয়েছেন।

সিএনএন আরো লিখেছে যে, ‘ভারতীয় বিজ্ঞানীরা বহু বছর ধরে এই মিশনে কাজ করছেন। লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, যেখানে এখনও পর্যন্ত কেউ পৌঁছায়নি। এই মিশন সফল হলে চাঁদ সম্পর্কিত নানান অজানা তথ্য ভারতের হাতে আসবে। চন্দ্রযান 3 উৎক্ষেপণের জন্য দেশীয় ল্যান্ডার মডিউল, প্রপালশন মডিউল এবং রোভার ব্যবহার করা হয়েছে। ল্যান্ডারটিকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করা হবে এবং তারপর রোভারটিকে এর মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হবে। এর মাধ্যমে চাঁদের উপরিভাগ অধ্যয়ন করা যাবে।’

photo (1)

জেনে অবাক হবেন যে, এই পর্যন্ত মাত্র ৪ টি দেশ চাঁদে অবতরণের চেষ্টা করতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের সাফল্যের হার মাত্র ৫২ শতাংশ। এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ (২০১৯)। অর্থাৎ সমস্ত প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ভারত। তাই এবার গোটা বিষয়টি ইসরোর কাছে চ্যালেঞ্জিং তো বটেই। তবে কোটি কোটি ভারতীয়র বিশ্বাস, এবার সফলতার সঙ্গে ল্যান্ড করবে চন্দ্রযান ৩, এবং বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নিজের নাম লেখাতে পারবে ভারত।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর