মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোম সফরে অনুমতি দিলো না বিদেশমন্ত্রক, তুঙ্গে রাজনৈতিক তরজা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে বিশ্ব শান্তি বৈঠকে ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত ১০ বছরে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে মমতার অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে রোমের Community of Sant’Egidio এর এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। কিন্তু বিদেশমন্ত্রক অনুমোদন না দেওয়ায় শেষ হয়ে গেল মুখ্যমন্ত্রীর রোম সফরের যাওয়ার সম্ভাবনা।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে এই অনুষ্ঠানকে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে না কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর সফরে অনুমোদন দেয়নি তারা। জানিয়ে রাখি এই সংস্থার আমন্ত্রিতদের তালিকায় মমতা ছাড়াও রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলা এবং পোপ ফ্রান্সিসের নাম। এই সংগঠনের পক্ষ থেকে চিঠিতে জানানো হয়েছে, সংগঠনের সব কর্মী স্বেচ্ছাসেবী তারা গত বেশ কয়েক দশক ধরে দুস্থদের জন্য কাজ করে আসছেন। বিশ্বশান্তি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যেতে না পারা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজিপির মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। একদিকে যেমন তৃণমূল নেতা সৌগত রায় বলেছেন, “অত্যন্ত লজ্জার ব্যাপার। নেতিবাচক সিদ্ধান্ত। কেন্দ্রের অনুমতি দেওয়াটা শুধুমাত্র ফর্মালিটি। এই কাজের নিন্দা করছি। জয়শংকর আগে বিদেশ সচিব ছিলেন। এখন বিজেপির পার্টি লাইন ফলো করছে। এর আগেও মোদীর বিদেশ মন্ত্রক শিকাগো যাওয়ার অনুমতি দেননি।”

অন্যদিকে আবার শমীক ভট্টাচার্য তুলে এনেছেন স্পর্শকাতরতার তত্ত্ব। তার মতে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। শান্তির নামে বহু জায়গায় বহু কিছু ঘটছে। বিদেশমন্ত্রক হয়তো মনে করেছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখা যথাযথ নয়। সব মিলিয়ে ফের একবার জোরালো হয়ে উঠল রাজনৈতিক তরজা।

 

সম্পর্কিত খবর

X